ছেলের মৃত্যুর দু’মাসের মধ্যেই মারা গেলেন শিবকুমার
মাত্র দু’মাস আগেই নিজের ছেলে জাহানকে হারিয়েছিলেন বলিউড অভিনেতা শিবকুমার। ১৬ বছরের জন্মদিনের দু’সপ্তাহ আগেই ব্রেন টিউমারে মৃত্যু হয় জাহানের।
এবার ছেলের মৃত্যু’র দু’মাসের মধ্যেই মারা গেলেন অভিনেতা চিত্রনাট্যকার শিবকুমার সুব্রহ্মণ্যম। বহু দিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। রবিবার মধ্য রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
সোমবার ( ১১ এপ্রিল) সকালে মোক্ষধাম হিন্দু শ্মশানে সৎকার হয়েছে তার। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
পরিচালক হন্সল মেহতা, অভিনেতা রণবীর শোরে, পরিচালক-সাংবাদিক বীনা সরওয়ার, অভিনেতা মনোজ বাজপেয়ী প্রমুখ শিবকুমারের প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন নেটমাধ্যমে।
‘টু স্টেটস’-এ আলিয়া ভাটের বাবা এবং ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’-এ সানিয়া মালহোত্রার দাদুর চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন শিবকুমার। তা ছাড়া ১৯৮৯-এর ‘পরিন্দা’, সুধীর মিশ্রের ‘হাজারো খোয়াইশে অ্যাইসি’-র মতো ছবির চিত্রনাট্য লিখেছিলেন এই শিবকুমার।
সেই ছবি দু’টিতে অভিনয়ও করেছিলেন তিনি। পাশাপাশি কয়েকটি ধারাবাহিকেও দেখা গিয়েছে এই অভিনেতাকে।
এএম/এমএমএ/