এক ঝাঁক তারকা নিয়ে শুরু হচ্ছে ‘বিট্রে’

জনপ্রিয় তারকা ডিপজল, মিশা সওদাগর, রোশান, বুবলী, অমিত হাসানসহ অনেক তারকা এবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন একই সিনেমায়।
সিনেমাটি পরিচালনা করবেন আলোচিত প্রযোজক ও পরিচালক মো. ইকবাল।সিনেমার নাম ‘বিট্রে’। আগামী ২২ এপ্রিল থেকে শুরু হবে এর শুটিং।
এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। নির্বাহী প্রযোজক হিসেবে থাকছে সুনান মুভিজ।
পরিচালক সূত্রে জানা যায়, অ্যাকশন ঘরানার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘বিট্রে’ সিনেমাটি।
এ সম্পর্কে পরিচালক মো. ইকবাল বলেন, ‘এক ঝাঁক তারকা এবার বিট্রে সিনেমায় দেখা যাবে। এতো তারকার অংশগ্রহণ একটা সিনেমায় একই ফ্রেমে আশা করি দর্শকদের আনন্দ দেবে। সিনেমার গল্পও দারুণ। আমার বিশ্বাস বিট্রে সিনেমা দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে। আমি সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী।’
এএম/এমএমএ/
