আপনারা কেউ গুজব রটাবেন না প্লিজ: ফারুকের স্ত্রী
ঢাকাই সিনেমার মিয়া ভাই খ্যাত কিংবদন্তি চিত্রনায়ক ও সাংসদ ফারুক। অসুস্থতার জন্য দীর্ঘদিন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সেখানে এই চিত্রনায়কের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ফারহানা ফারুক।
গতকাল মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয় ফারুক মারা গেছে। আস্তে আস্তে খবরটি ছড়িয়ে পড়তে থাকে।
এ বিষয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ফারুকের স্ত্রী ফারহানা ফারুক ঢাকাপ্রকাশ-কে একটি ভিডিওবার্তা পাঠিয়েছেন।
ভিডিওবার্তার মাধ্যমে তিনি বলেন, ‘আমি নায়ক ফারুকের স্ত্রী ফারহানা বলছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফারুক ভালো আছে। গত দুদিন ধরে কিছু খবর খুব বাজে ভাবে ছড়ানো হচ্ছে। প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা না জেনে কোনো অপপ্রচার চালাবেন না। আমি গত এক বছরের ওপরে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে আছি ফারুককে নিয়ে।
এমনিতেই আমাদের ওপর অনেক মানসিক চাপ যাচ্ছে। আর এমন খারাপ খবর যদি আসে তাহলে আমার উপর, আমার বাচ্চা, আমার ভাই বোন, আমার ভাগ্নি সবার উপর ভীষণ চাপ পড়ে। প্লিজ ভাইয়েরা আপনারা দোয়া করেন, আপনাদের সবার দোয়ায় আমি খুব তাড়াকাড়ি ফারুককে বাংলাদেশে নিয়ে আসব।
ইনশাল্লাহ আপনাদের সবার দোয়া আমাদের ওপর থাকলে আমাদের এই পথ চলতে আরও সহজ হবে। আপনারা কেউ অপপ্রচার করবেন না, আপনারা গুজব রটাবেন না প্লিজ। ফারুকের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ফারুককে নিয়ে অতি তাড়াতাড়ি বাংলাদেশে আসবো।’
গত ২০২১ সালের ৪ মার্চ থেকে মাউন্ট এলিজাবেথে চিকিৎসাধীন ফারুকের শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা ভালো আছে বলে ঢাকাপ্রকাশ-কে জানান ফারহানা ফারুক।
এএম/এমএমএ/