কাজে ফিরলেন নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আলোচনা এখনও চলমান। বিশেষ করে সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলছে আজও লড়াই। এবার এসব কিছু ছাপিয়ে লাইট ক্যামেরা অ্যাকশনের চিরচেনা ভুবনে ফিরলেন জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ আক্তার।
তবে নতুন কোনো সিনেমায় কাজ নয়, নিপুণ কাজে ফিরলেন নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। আর এই বিজ্ঞাপনচিত্রটির শুটিং হচ্ছে নরসিংদীতে।
শনিবার (৯ এপ্রিল) এর শুটিং শুরু হয়েছে। জানা গেছে, তেলের একটি বিজ্ঞাপনে তাদের দেখা যাবে। এটি পরিচালনা করছেন বাপি সাহা। নিপুণের বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক ইমনকে।
উল্লেখ্য, নিপুণ ও ইমন একসঙ্গে সিনেমা ও বিজ্ঞাপনচিত্রে এর আগেও একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন।
এএম/এমএমএ/
