ইউক্রেনের সমর্থনে পিঙ্ক ফ্লয়েডের গান
৩০ বছরের নীরবতা ভেঙে ব্রিটিশ ব্যান্ড পিঙ্ক ফ্লয়েড গান গেয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে। ইউক্রেনের সমর্থনে ‘হেই হেই রাইজ আপ’ গানটিতে কণ্ঠ দিয়েছেন কালজয়ী সংগীতশিল্পী ডেভিড গিলমোর ও নিক ম্যাসন। তাদের সঙ্গে আছেন যুদ্ধে আহত ইউক্রেনীয় শিল্পী আন্দ্রি খিলভনিউক।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েড ইউক্রেনের জনগণের জন্য অর্থ সংগ্রহ করতে ৩০ বছর পর নতুন এই গান প্রকাশ করেছে। পিঙ্ক ফ্লয়েডের সঙ্গে এক ইউক্রেনীয় শিল্পী আছেন, যিনি রুশ আগ্রাসন থেকে মাতৃভূমিকে রক্ষা করতে যুদ্ধে গিয়ে আহত হয়েছেন।
কিয়েভের সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের সামনে দাঁড়িয়ে আন্দ্রি খিলভনিউকের গাওয়া প্রথম বিশ্বযুদ্ধের উপর একটি প্রতিবাদী গানের ভিডিও পিঙ্ক ফ্লয়েডের গানটিতে জুড়ে দেওয়া হয়েছে।
গিলমোর জানান, ‘ভিডিওটিতে এমন একটি শক্তিশালী মুহূর্ত রয়েছে, যা দেখে আমি তা গানে যুক্ত করতে বাধ্য হয়েছি।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার কারণে আন্দ্রি খিলভনিউক তার যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে দেশে চলে আসেন এবং সেনাবাহিনীতে যোগ দেন।
গানটি লেখার সময় গিলমোর শার্পনেলের আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আন্দ্রি খিলভনিউকের সঙ্গে কথা বলেছিলেন।
গিলমোর বলেন, ‘আমি টেলিফোনে তাকে গানের একটি অংশ শুনিয়েছিলাম। তিনি খুশি হয়েছিলেন। আশা করছি, ভবিষ্যতে ২ জনে মিলে কিছু করবো।’
গিলমোরের মেয়ের জামাই ও নাতি-নাতনিরা ইউক্রেনীয়। তিনি একটি শান্তিপ্রিয় স্বাধীন গণতান্ত্রিক দেশে বিশ্বের অন্যতম শক্তিধর দেশের আগ্রাসনের তীব্র নিন্দা করেছেন। গিলমোর বলেন, ‘আমরা ইউক্রেনের সমর্থনে কথা বলতে চাই।’
এসএ/