টিপ পরা অভিনেতাদের এবার হিজাব পরতে বললেন সিদ্দিক

কপালে টিপ পরে কয়েকজন অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন সম্প্রতি। এ নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও হয়েছিল। অভিনেতা সিদ্দিক টিপ পরা নিয়ে তার সহকর্মীদের ব্যাপক সমালোচনা করে তাদেরকে ‘পাগল’ বলেও আখ্যা দিয়েছিলেন। এবার সেই টিপ পরা অভিনেতাদের হিজাব পরা অবস্থায় ছবি দেখতে চাইলেন সিদ্দিক।
প্রসঙ্গত, নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি স্কুলে হিজাব পরে স্কুলে যাওয়ার কারণে ২০ জন ছাত্রীকে লাঠি দিয়ে পেটান ওই বিদ্যালয়ের শিক্ষিকা আমোদিনি পাল। এমন খবর ছড়িয়েছে মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যম।
টিপ নিয়ে সবাই প্রতিবাদ করলেও এবার নীরব রয়েছে সেসব অভিনেতারা। তাদের উদ্দেশ্যেই সিদ্দিক নিজের ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘যেই সব সহকর্মী সেলেব্রিটিরা টিপ পরে ফেসবুকে ছবি দিয়েছিলা তারা এখন হিজাব পরো না কেনো? তোমাদের হিজাব পরা ছবি জাতি দেখতে চায়।’ (ফেসবুক স্ট্যাটাসে দেওয়া বানান পরিবর্তন করা হয়নি)
এএম/এসএ/
