১০৩ শিল্পীর সদস্যপদ ফিরিয়ে দিলেন কাঞ্চন-নিপুণরা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পূর্ণ সদস্য পদ হারানো ১৮৪ জনের মধ্যে ১০৩ জনের সদস্যপদ ফিরিয়ে দিলেন কাঞ্চন-নিপুণরা। এর ফলে ১০৩ জন সদস্য আবারও ভোটাধিকারসহ সমিতির অন্যান্য সুবিধা পাবেন। বিষয়টি ঢাকাপ্রকাশ-কে নিশ্চিত করেছেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।
বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যদের মিটিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
তিনি জানান, ১৮৪ জনের মধ্যে ২০ জন মারা গেছেন, বাকি সদস্যদের খোঁজ খবর এখনো পাওয়া যায়নি।
পদ হারানোদের পদ ফিরিয়ে দেওয়ার জন্য আদালতের আদেশ এসেছিল ফেব্রুয়ারি মাসেই। সেই আদেশের বলেই বুধবার শিল্পী সমিতির সদস্যদের তালিকায় যুক্ত হলেন পদ হারানো ১০৩জন।
পদ ফিরে পাওয়া শিল্পী শাবনুর রতন বলেন, ‘আজ আমি খুব আনন্দিত, যে আমি আমার পুর্ণ সদস্য পদ ফিরে পেয়েছি। এজন্য বিশেষ ধন্যবাদ জানাই কাঞ্চন ভাই, নিপুণ আপুসহ পুরো কেবিনেটের সবাইকে।’
এএম/এমএমএম/
