পারলে শ্রীলঙ্কার মানুষের পাশে থাকুন: জ্যাকলিন
শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ। এখন বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী তিনি। বলিউড সিনেমার সূত্র ধরে ভারতে বসবাসও করছেন এ তারকা। তবে নিজের দেশের উত্তাল পরিস্থিতিতে ভালো নেই জ্যাকলিন। এবার দেশবাসীর পাশে দাঁড়িয়ে বিপর্যয় মোকাবিলার বার্তা দিলেন নেট দুনিয়ায়।
গত কয়েকদিন ধরেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে ফুঁসছে শ্রীলঙ্কা। পেট্রোল আমদানির ক্ষমতাও নেই সরকারের। সরকারি তহবিলও শূন্য। এক কাপ চায়ের দাম উঠেছে ১০০ টাকা! সেই পরিস্থিতিতে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ দেশের কথা ভেবে শ্রীলঙ্কার জাতীয় পতাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেন।
ক্যাপশনে জ্যাকলিন লিখেছেন, ‘শ্রীলঙ্কার নাগরিক হিসেবে আমার দেশ ও দেশবাসী যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তা নিয়ে আমি মর্মাহত। পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববাসী একাধিক মন্তব্য এবং পরামর্শ দিয়ে চলেছেন। তবে, আমি বলব, যে খবর রটছে তার ভিত্তিতে শোরগোল না করে শ্রীলঙ্কাবাসীর পাশে থাকাই এখন কর্তব্য।’
তিনি আরও জানান, তার দেশের মানুষের এখন সহানুভূতি আর সমর্থন প্রয়োজন। তাদের শক্তি, সুস্থতা যেন বজায় থাকে সেজন্য ২ মিনিট নীরবতা পালন করে যেন প্রার্থনা করে সবাই-এমনটাই চান জ্যাকলিন।
এএম/এমএমএ/