৭১ পেরিয়ে অভিনেতা আলমগীর
ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও প্রযোজক আলমগীরের জন্মদিন রবিবার (৩ এপ্রিল)। আজ তিনি ৭১ বছর পেরিয়ে ৭২ এ পা রাখলেন। ১৯৫০ সালের আজকের এই দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন খ্যাতিমান এই অভিনেতা।
আলমগীরের বাবা কলিম উদ্দিন আহম্মেদ ওরফে দুদু মিয়া ছিলেন বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর অন্যতম প্রযোজক। মা গৃহিণী।
‘আমার জন্মভূমি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় আলমগীরের। এরপর আশি ও নব্বইয়ের দশকে দাপটের সঙ্গে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
এ পর্যন্ত তিন শতাধিক চলচ্চিত্রে অভিনযয় করেছেন আলমগীর। কবরী, শাবানা, ববিতা, রোজিনা, সুচরিতা, অঞ্জু ঘোষসহ সমসাময়িক প্রায় সব নায়িকাদের বিপরীতেই কাজ করেছেন আলমগীর।
১৯৮৫ সালে ‘মা ও ছেলে’ সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাধে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই অভিনেতা। এরপর মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
১৯৮৬ সালে ‘নিষ্পাপ’ নামের একটি সিনেমা নির্মাণের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন আলমগীর। তার নির্মিত সর্বশেষ সিনেমার নাম ‘একটি সিনেমার গল্প’।
এএম/এমএমএ/