বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | ৮ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

এইচএসসিতে কত পেয়েছিলেন তারকারা

ফাইল ছবি: সুমাইয়া হিমি, তাসনিয়া ফারিণ, সাফা কবির, সাদিয়া আয়মান ও সাইয়ারা তটিনীর

গতকাল এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। দুপুরের পর থেকে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারেন।

এইচএসসি পরীক্ষার ফলাফলের দিনটি সবার জন্য উৎকণ্ঠার। পরীক্ষায় কত পাবেন, আর কে কী বলবে, এগুলো নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। তেমনি ভাবে ফলাফলের দিনে দুশ্চিন্তা ছিলেন এদেশের তারকারাও। একসময় উৎকণ্ঠা কাটিয়ে হাসি ফোটে। সেই দিন যেন এখনো চোখের সামনে ভাসে। সেই স্মৃতিগুলো ভুলে যাওয়া যায় না।

ফলাফলের এই দিনে অতীতে ফিরে জান্নাতুল সুমাইয়া হিমি, তাসনিয়া ফারিণ, সাফা কবির, সাদিয়া আয়মান ও তটিনীরা তাদের ফলাফলের দিনের কথা জানালেন।

 

অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: সংগৃহীত

অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি: ২০১৭ সালের কথা। সেবার প্রায় প্রতিদিনই পরীক্ষার হলে যাওয়ার সময় জান্নাতুল সুমাইয়া হিমি শুনেছেন, অনেকেই নাকি প্রশ্ন পেয়েছেন। বুঝতে বাকি থাকেন না, প্রশ্ন ফাঁস হয়েছে। কেউ কেউ সেই প্রশ্নের উত্তর মুখস্থ করছেন। সেগুলো হিমিকে দিলেও তিনি না করে দিতেন। তাঁর কাছে মনে হতো, নিজের যোগ্যতায় খারাপ হলে হোক। সেভাবেই প্রশ্নের উত্তর দেন। মজার ব্যাপার হলো, পরে বন্ধুদের কাছে শুনতে পান, তাঁদের প্রশ্ন কমন পড়েনি। ভুলভাল উত্তর দিয়েছেন। তিনি বলেন, ‘পরীক্ষার ফলাফলের দিন আমি ভয়ে ছিলাম। বলা যায়, পরীক্ষার ফলাফল দেখতে যাচ্ছি আর কাঁপছি। কারণ, যারাই ফলাফল দেখছে, তারা সবাই ৪ পয়েন্ট থেকে বড়জোর ৪.৫০ পেয়েছে। সবাই আমাকে বলছে, “তোর কী তোর কী?” শুনে তো আমার ভয় বেড়ে গেল। হয়তো আমিও এমনই পাব। পরে রেজাল্টে দেখি জিপিএ-৫ পেয়েছি।’

 

তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

তাসনিয়া ফারিণ: ‘ফলাফলের আগে আমি শুধু বারবার বলেছি, আর কখনোই রাত জেগে পড়ব না। আল্লাহ যেন এবার মুখ তুলে তাকান। আমার রেজাল্ট যেন ভালো হয়। কারণ, আম্মার একটা ভয় ছিল।’

পড়াশোনার ভালোর জন্য তাঁর মা তাঁকে চাপে রাখতেন। কখনো বলতেন, খারাপ করলে পড়াশোনা করে আর লাভ কী। বিকল্প ব্যবস্থা নেবেন। তখন তিনি চাপে পড়ে যেতেন। ফারিণ বলেন, ‘আমি তো মায়ের জন্য পড়েছি। মায়ের কড়াকড়ি ছিল এ বিষয়ে। একদম নিয়মের মধ্যে থাকতে হতো। এমনও হয়েছে, অনেক সময় পড়াশোনার বাইরে কিছুই চিন্তা করতাম না। যেন পড়াটাই ছিল আমার জীবন। আসলে প্রেশার না দিলে পড়তাম না, এটা সত্য। এ জন্য সব সময় ভালো ফল করেছি। এইচএসসির রেজাল্ট দেখে আমি খুব খুশি হয়েছি।’ হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন ফারিণ। তিনি এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন।

 

সাফা কবির। ছবি: সংগৃহীত

সাফা কবির: অভিনেত্রী সাফা কবির এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার আগের রাতে ছিলেন নির্ঘুম। চিন্তায় ঘুম আসছিল না। অনেক নার্ভাস ছিলেন। কী হবে, এই চিন্তাই তাঁকে সবচেয়ে বেশি ভাবায়। এ জন্য মন খারাপ ছিল। পরে দুপুরের দিকে ভয়ে ভয়ে যান ফলাফল জানতে। সাফা বলেন, পড়াশোনায় তাঁর খুব বেশি মনোযোগ ছিল না। পড়তে ভালো লাগত না। শুধু মায়ের জন্যই তাঁর পড়তে যাওয়া। তাঁর ভাষায়, মায়ের জন্যই পড়াশোনায় যা মনোযোগ ছিল। সাফা জানান, ‘ফলাফল জানতে ভয়ে ভয়ে কলেজে গিয়েছিলাম। এদিকে রাত থেকে কী যে চিন্তা। ঘুমাতে পারিনি। সবাই জানতে চাইছেন কত পেয়েছি। পরে ভয়ে ভয়ে রেজাল্ট দেখে আমি খুব খুশি। আম্মুর কথা ভেবে আরও ভালো লাগল। কারণ, আম্মু এমনটাই প্রত্যাশা করেছিলেন। আমার রেজাল্ট হলো কাঁটায় কাঁটায়, যা প্রত্যাশা করেছি, তা-ই।’ ২০১২ সালে তিনি এইচএসসি পাস করেন। তিনি পড়াশোনা করতেন বিএফ শাহীন কলেজে। এইচএসসিতে ৪.৫০ পেয়েছিলেন।

সাদিয়া আয়মান। ছবি: সংগৃহীত

সাদিয়া আয়মান: ফলাফলের আগে থেকেই সবার মতোই দুশ্চিন্তায় ছিলেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সেদিন তিনি চাইছিলেন স্বাভাবিক থাকতে। কিন্তু ফলাফল তাঁকে স্বাভাবিক থাকতে দেয়নি। সাদিয়া আয়মান বলেন, ‘আমি আমার মতোই পড়াশোনা করেছি। মনোযোগীই ছিলাম। রেজাল্ট নিয়ে সবার যা হয়, আমারও অভিজ্ঞতা তেমনই। পরে রেজাল্ট দেখে খুশি হয়েছি। ফলাফল নিয়ে আমারও এমনটাই ধারণা ছিল। কিন্তু আম্মু ভেবেছিলেন, আমি হয়তো এ প্লাস পাব। না পাওয়ায় কিছুটা মন খারাপ হয়েছিল। কিন্তু পরিবার থেকে পড়াশোনা নিয়ে কখনোই চাপ দেয়নি।’ ২০১৭ সালে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁর কলেজ ছিল বরিশাল মহিলা কলেজ। তিনি পরীক্ষায় ৪.৩৯ পেয়েছিলেন।

 

তটিনী। ছবি: সংগৃহীত

তানজিম সাইয়ারা তটিনী: পড়াশোনার খুব মনোযোগ ছিল তানজিম সাইয়ারা তটিনীর। সারাক্ষণ নাকি বই নিয়ে বসে থাকতেন। বন্ধুরা বলতেন, তাঁর নামের সঙ্গে মেধাবীই মানানসই। তাই পরীক্ষায় কত পাবেন, সেটা বন্ধুরা আগেই বলে দিয়েছিলেন। তারপরও ফলাফল নিয়ে ভয় ও চিন্তায় ঘাবড়ে গিয়েছিলেন অভিনেত্রী তটিনী। তিনি বলেন, ‘আমি পড়াশোনায় খুবই মনোযোগী ছিলাম। সেই পড়াশোনার দিনগুলোর কথা মনে হলে এখনো ভয় লাগে। হয়তো এই জন্য বাড়তি চাপে থাকতাম। ভয়ের মধ্যে থাকতে হতো। ভয়ে ভয়ে রেজাল্ট দেখতে গিয়েছিলাম। পরে তো দেখি গোল্ডেন এ প্লাস পেয়েছি। তখন তো খুবই খুশি হয়েছি।’

Header Ad
Header Ad

অভিযানকালে জুয়াড়িদের হামলা, ডিবি পুলিশের ৭ সদস্য আহত

আহত ডিবি পুলিশের সদস্য। ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালী উপজেলায় মাদক ও জুয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় হামলার শিকার হয়েছেন ডিবি পুলিশের ৭ সদস্য। এ ঘটনায় ৩ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন, যাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য ৪ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন বাজারে মাদক ও জুয়া আসরে অভিযান চালাতে গেলে পুলিশ সদস্যদের ওপর হামলা হয়।

হামলায় এসআই জব্বার হোসেন (৪৫), দেওয়ান মুহাম্মদ সবুর (৩৮), এবং এএসআই শফিকুল ইসলাম (৪০) গুরুতর আহত হন। তাদের মধ্যে জব্বারের মাথায় তিনটি ক্ষত রয়েছে, আর অন্য দুজনকে পিটিয়ে জখম করা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, সবাই আশঙ্কামুক্ত।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো: তৌসিফ সরকার প্রিয় জানিয়েছেন, আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল, তবে তাদের চিকিৎসা চলবে। রাত ১২টার দিকে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে আহত পুলিশ সদস্যদের খোঁজ নেন।

ঘটনার সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শৈলেন চাকমা বলেন, ডুমাইন বাজারে মাদক ও জুয়া আসরে অভিযান চালাতে গেলে দুইজনকে মাদকসহ আটক করা হয় এবং জুয়ার টাকা ও সরঞ্জাম জব্দ করা হয়। ওই সময় বাজার কমিটির সভাপতিকে স্বাক্ষ্য দিতে ডাকা হয়, কিন্তু তার আগেই মাদক ব্যবসায়ী ও জুয়াড়িরা অতর্কিতভাবে হামলা চালায়, যার ফলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ কর্মকর্তা শৈলেন চাকমা। তিনি বলেন, পুলিশের ওপর হামলা চালানো হয়েছে, তাই মামলা দায়ের করা হবে।

Header Ad
Header Ad

৯ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে অবিশ্বাস্য জয়, নকআউট পর্বে বার্সেলোনা

বার্সেলোনার জয় উদযাপন। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে বেনফিকার মাঠে এক অবিশ্বাস্য জয় পেয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে বার্সেলোনা। ৯ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত ৫-৪ গোলে জয় লাভ করে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

প্রথম আধা ঘন্টার মধ্যেই ৩-১ গোলে এগিয়ে যায় বেনফিকা। এরপর রোনাল্ড আরাহুর আত্মঘাতি গোল থেকে বার্সেলোনার সংগ্রহে আরও একটি গোল আসে। তবে বার্সেলোনার ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কি দুই পেনাল্টি থেকে দুটি গোল করে দলের আশা বাঁচিয়ে রাখেন।

৬৪ মিনিটে ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া এক গোল করেন, তারপর যোগ করা সময়ে ম্যাচের শেষ মুহূর্তে দারুণ একটি গোল করে দলকে জয় এনে দেন। এরিক গার্সিয়ার একটি গোলও আসে বার্সেলোনার পক্ষে।

এই উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রায় ৯৯ মিনিট খেলা হয়, যেখানে পেনাল্টি হয় তিনটি, যার মধ্যে দুটি বার্সেলোনা পায়। বেনফিকার পাভলিদিস হ্যাটট্রিক করেন, কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনা ঘুরে দাঁড়িয়ে জয় লাভ করে।

বেনফিকার লাল কার্ড পাওয়া আর্থার ক্যাব্রালও এই রোমাঞ্চকর ম্যাচের এক বিশেষ মুহূর্ত সৃষ্টি করেন। অপরদিকে, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা আনহেল দি মারিয়া ৭১ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে কিছু সুযোগ পেয়েছিলেন, তবে নায়ক হতে পারেননি।

Header Ad
Header Ad

চালের দাম বাড়ার আর সুযোগ দেব না, বরং কমবে: খাদ্য উপদেষ্টা

বক্তব্য রাখছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভারত, মিয়ানমার, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে পর্যায়ক্রমে ৮-৯ লাখ টন চাল আমদানি হবে। তিনি জানান, চালের আমদানি শুরুর পর থেকে বাজারে চালের দাম বাড়া বন্ধ হয়েছে এবং মোটা চালের দাম তিন থেকে পাঁচ টাকা কমেছে।

তিনি আরও বলেন, “আমরা চালের আমদানি অব্যাহত রাখব এবং দাম বাড়ানোর সুযোগ আর দেবে না, বরং দাম আরও কমানোর চেষ্টা করা হবে।”

মঙ্গলবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম বন্দরে আমদানি করা খাদ্যদ্রব্য খালাস কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আলী ইমাম মজুমদার। এ সময় তিনি নগরীর পতেঙ্গায় নির্মাণাধীন সাইলোও পরিদর্শন করেন। পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক এবং বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান।

ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি সত্ত্বেও ভারত থেকে চাল আমদানির বিষয়ে আলী ইমাম মজুমদার বলেন, “আমরা বাণিজ্যকে রাজনীতির সঙ্গে মিশাই না। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী এবং সেখান থেকে আমদানির খরচ তুলনামূলক কম। সেজন্য ভারত থেকে পণ্য আমদানি অব্যাহত রয়েছে। এছাড়া, মিয়ানমার আমাদের কাছে আরও চাল বিক্রি করতে চাচ্ছে, আর পাকিস্তান থেকেও ৫০ হাজার টন চাল আমদানি করা হচ্ছে। সব মিলিয়ে ৮-৯ লাখ টন চাল আসবে।”

রমজান মাসে দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা প্রসঙ্গে খাদ্য উপদেষ্টা জানান, “রমজান মাসে খাদ্য মন্ত্রণালয় বিশেষত চাল ও গমের বাজারকে সবচেয়ে বেশি মনিটরিং করে থাকে। বাকি কিছু দ্রব্য দেখভাল করে টিসিবি, যেটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। টিসিবি ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং খাদ্য মন্ত্রণালয় থেকে প্রতি উপজেলায় প্রতিদিন দুই টন চাল বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ দরিদ্র জনগণ প্রতি মাসে ৩০ কেজি চাল ১৫ টাকায় পাবে। রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল থাকার আশা প্রকাশ করছি।”

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অভিযানকালে জুয়াড়িদের হামলা, ডিবি পুলিশের ৭ সদস্য আহত
৯ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে অবিশ্বাস্য জয়, নকআউট পর্বে বার্সেলোনা
চালের দাম বাড়ার আর সুযোগ দেব না, বরং কমবে: খাদ্য উপদেষ্টা
খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না, চলছে বিকল্প চিকিৎসা
থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
জার্মান চ্যান্সেলরের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক
ব্যর্থতা স্বীকার করে ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগ
সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
তুরস্কে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬৬
ভোটের মাঠে ইসলামের পক্ষে একটিই বাক্স পাঠানোর প্রত্যয়
পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি
এবার জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে ভারতের আপত্তি, খেপেছে পিসিবি
ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত এবং গায়েবি ও রাজনৈতিক মামলা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা
কেন ভ্যাট বাড়িয়েছি, কিছুদিন পর জানবেন: অর্থ উপদেষ্টা
পুতিন রাশিয়াকে ধ্বংস করছেন : ডোনাল্ড ট্রাম্প
বাবা হারালেন সংগীতশিল্পী মনির খান
শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি
বিয়ে করতে আর ট্যাক্স দিতে হবে না: আইন উপদেষ্টা
বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মারামারি,নারীসহ আহত ৭
দেশের এক টুকরো অংশও ভারতকে দখল করতে দেবো না: সীমান্তের বাসিন্দারা