সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | ২৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

তমার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জনে মুখ খুললেন রাফি

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের অন্যতম সফল নির্মাতা রায়হান রাফি। তার নির্মিত প্রায় সবগুলো সিনেমাই আলোচিত ও ব্যবসাসফল। নির্মান শৈলি দিয়ে তরুন প্রজন্মের কাছে নিজেকে মেলে ধরেছেন। পেয়েছেন গ্রহনযোগ্যতা ও জনপ্রিয়তা। তবে রিল দুনিয়ার বাইরেও মাঝে মধ্যেই শিরোনামে উঠে আসেন রাফি।

গত কয়েক বছর ধরে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন চলছে। মাঝে মাঝে আবার সেই গুঞ্জন কিছুটা আড়ালও হয়। ২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছিল―প্রেম করছেন রাফি ও তমা মির্জা। এছাড়াও কয়েকবার এ ধরনের গুঞ্জন উঠেছে। শুরুতে এসব একদমই পাত্তা দিতেন না তারা। এ কারণে মন্তব্যও করতেন না তমা মির্জা কিংবা রাফি।

এদিকে জন্মদিনে তাদের একে-অপরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেয়া পোস্ট দেখে নেটিজেনরা প্রায়ই মন্তব্য করে থাকেন, হয়তো বন্ধুত্বের থেকেও বেশি কিছু রয়েছে তাদের মধ্যে। আবার একাংশের ধারণা, কেবলই হয়তো বন্ধু তারা। যদিও গত বছর বিভিন্ন সংবাদমাধ্যমে এ ব্যাপারে তমা মির্জা ও রাফি জানিয়েছেন, তাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক। এছাড়া অন্য কোনো সম্পর্ক নেই।

এরইমধ্যে আবার নতুন করে চাউর হয়েছে, তমা মির্জা ও রাফির মধ্যকার সম্পর্কে ফাটল ধরেছে। কিন্তু আসলেই কি তাই? সম্প্রতি এ ব্যাপারে একটি টেলিভিশন প্রোগ্রামে খোলামেলা কথা বলেছেন রাফি। অনুষ্ঠানে নির্মাতার কাছে জানতে চাওয়া হয়, অভিনেত্রী তমার সঙ্গে সম্পর্ক আগের মতো মধুর, আরও অধিকতর মধুর নাকি তিক্ততায় আছে এখন?

এ প্রশ্নের জবাবে রাফি বলেন, তিক্ততায় যায়নি। আগের মতোই বন্ধুত্বের জায়গায় আছে দু’জনার মধ্যকার সম্পর্কটা। আমাদের নিয়ে যে গুঞ্জন রয়েছে, সেটা আসলে নেই। এরপরই মাঝের গুঞ্জন নিয়ে প্রশ্ন রাখা হয়, আগের সব কি কেবলই গুঞ্জন ছিল, নাকি কিছু সত্যি ছিল যা এখন নেই?

‘দহন’ খ্যাত নির্মাতা বলেন, আসলে সেসব কেবলই গুঞ্জন ছিল। তবে আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্বের সম্পর্ক, যা আগেও ছিল এবং এখনো আছে। কিন্তু আমাদের নিয়ে মানুষ যেটা ভাবে, সেটি নেই।

প্রসঙ্গত, রায়হান রাফির পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম। পরে আবার তাদের দেখা যায়, ‘৭ নম্বর ফ্লোর’, ‘সুড়ঙ্গ’ সিনেমায়। গতবছর মুক্তি পেয়েছিল সিনেমাটি। এ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তমা।

Header Ad
Header Ad

স্বচ্ছ ভোটার তালিকা ১৮ কোটি মানুষের আমানত : নির্বাচন কমিশনার

ছবি: সংগৃহীত

নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ থানায় করেছেন। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের বদলগাছী পাইলট হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন, বদলগাছী সরকারি কলেজের শিক্ষার্থী আতিকুর রহমান (২৫), মারুফ রব্বানী মতিন (২৫) ও আব্দুল আল মোসাব্বির আতিক (২৫)।

এ ঘটনায় গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ শহরের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থী আতিকুর রহমান। লিখিত বক্তব্যে বলেন, ৫ আগস্ট পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে মারুফ রব্বানী মতিন ও আব্দুল্লাহ আল মোসাব্বির বিভিন্ন অপকর্ম করে আসছে। এসব ঘটনার প্রতিবাদ করায় গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বদলগাছী পাইলট হাইস্কুল মাঠে তাঁকে একা পেয়ে অতর্কিতভাবে হামলা করে এবং বেধড়ক মারপিট করে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বদলগাছীর ছাত্র প্রতিনিধি পরিচয়দানকারী আতিকুর রহমান আরও বলেন, তাঁর ওপর হামলাকারী মারুফ রব্বানী ও আব্দুল আল মোসাব্বির ৫ আগস্টের আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল। বর্তমানে তাঁরা দুজন বিএনপির রাজনীতির সাথে যুক্ত। তাঁরা নিজেদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি পরিচয় দিয়ে চাঁদাবাজি, লুটপাটসহ নতুন করে ফ্যাসিবাদী কায়দা চালু করার প্রচেষ্টা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁর ছাত্র প্রতিনিধি তানজিম বিন বারী, আরমান হোসেন, ফজলে রাব্বী, মেহেদী হাসান, রাফী রেজওয়ান, সাদমান সাকিব ও রিয়াল উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে করা অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে আব্দুল আল মোসাব্বির আতিক বলেন, ‘আতিকুর রহমান যে অভিযোগ করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে আমি কারাভোগ করেছি। অথচ আমাকে বলা হচ্ছে, আমি নাকি ভুয়া ছাত্র সমন্বয়ক। যাঁরা এই অভিযোগ করছেন তাঁরাই ভুয়া। আমাদের বিরুদ্ধে চাঁদাবাজীর যে অভিযোগ করেছে তাঁরও কোনো ভিত্তি নেই। বরং আতিকুর রহমান, শুভ ও জামানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছ চাঁদা দাবিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। বিভিন্ন এসবের প্রতিবাদ করায় গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আতিকুর রহমান, শুভ ও জামান আমাদের ওপর হামলা চালায়। তাঁরা আমাদের হত্যার উদ্দেশ্যে বেধড়কভাবে মারপিট করে। মতিনকে গলায় চাকু দিয়ে আঘাত জখম করে। এ ঘটনায় বদলগাছী থানায় অভিযোগ করা হয়েছে।’

Header Ad
Header Ad

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁর রাণীনগরে প্রবাস ফেরত এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে একডালা ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক ইমরান হোসেনকে (৩২) দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল রোববার জেলা যুবদল তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেন। বহিষ্কৃত নেতা ইমরান হোসেন উপজেলার চকারপুকুর গ্রামের মৃত সোলেমান সরদারের ছেলে।

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদ নিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। নওগাঁ জেলা যুবদল এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এ বিষয়ে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদ নিপু বলেন, কোন নেতার কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। তাই চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে ইমরানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতা ইমরানের নেতৃত্বে চাঁদার দাবিতে গত বৃহস্পতিবার উপজেলার চকারপুকুর বিষঘরিয়া গ্রামের প্রবাস ফেরত যুবক আলমগীর হোসেনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে করজগ্রাম-মাধাইমুড়ি শ্বশানঘাটে বেশ কয়েকজন তাকে ব্যাপক মারধর ও নির্যাতন করেন। এরপর চাঁদার দাবিকৃত টাকার মধ্যে দুই লাখ টাকা দেওয়ার পর আলমগীরকে ফেরত পেয়েছে তার পরিবার। এ ঘটনায় ভুক্তভোগী আলমগীরের বাবা মোজাহার বাদি হয়ে শনিবার রাতে ইমরানকে প্রধান আসামি করে ৫ জন এজাহার নামীয় ও ৪ জন অজ্ঞাতনামা আসামি করে অপহরণ, চাঁদা দাবি ও চাঁদা আদায় আইনে থানায় মামলা দায়ের করেছেন।

Header Ad
Header Ad

ইবিতে পরীক্ষা দিতে এসে তোপের মুখে ছাত্রলীগ নেতা, থানায় সোপর্দ

ইবিতে পরীক্ষা দিতে এসে তোপের মুখে ছাত্রলীগ নেতা, থানায় সোপর্দ। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবনের সামনে এ ঘটনা ঘটে।

এসময় প্রক্টরিয়াল বডি, বিভাগের শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাকে উদ্ধার করে ইবি থানায় সোপর্দ করেন।

মামুন অর রশিদ নামে ওই নেতা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের ইবি শাখার সহ-সভাপতি।

শিক্ষার্থীদের অভিযোগ, তিনি প্রকাশ্যে জুলাই আন্দোলনের বিরোধীতা ও আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি দেন। আন্দোলন পরবর্তী সময়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন। একইসঙ্গে আন্দোলনকারীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছেন।

জানা যায়, সকাল সাড়ে ৯টায় ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মানোন্নয়ন পরীক্ষায় অংশ নেয় ছাত্রলীগ নেতা মামুন অর রশীদ। খবর পেয়ে শিক্ষার্থীরা ভবনের তৃতীয় তলায় ৩১৫নং কক্ষের সামনে জড়ো হয়ে ছাত্রলীগ ও আওয়ামীলীগ বিরোধী শ্লোগান দেয়। পরে প্রক্টরিয়াল বডি ও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা তাকে পরীক্ষার হল থেকে বের করে থানায় সোপর্দ করেন। তাকে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কিল-ঘুষি ও চড়থাপ্পড়ের শিকার হন তিনি।

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন বলেন, সে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছিলো। পরে আমি তাকে আসতে নিষেধ করেছিলাম। কিন্তু আজকে সে কখন এসে পরীক্ষায় অংশ নিয়েছে তা বুঝতে পারিনি। পরে প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা ও সমন্বয়করা তাকে থানায় দিয়েছে।

প্রক্টরের দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক ড. ফকরুল ইসলাম বলেন, ‘বিভিন্ন অভিযোগ থাকায় তাকে পরীক্ষা দিতে আসতে নিষেধ করলেও সে পরীক্ষা দিতে এসেছে। এতে কারোর ইন্ধন আছে কিনা বিষয়টি খতিয়ে দেখব। পুলিশি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।’

ইবি থানার অফিসার ইনচার্জ মেহেদী হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীকে পুলিশী হেফাজতে দিয়েছে। সে নিষিদ্ধ ছাত্রসংগঠনের গুরুত্বপূর্ণ পদে ছিল। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

এর আগে, কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আহত আরমান মীর সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় গত ৩০ অক্টোবর মামলা দায়ের করেন। ওই মামলায় মামুন অর রশিদ ১৮ নম্বর আসামি। গত ৩১ ডিসেম্বর ওই মামলায় হাজিরা দিতে গেলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়। পরবর্তীতে ৭ জানুয়ারি সে জামিন পায়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

স্বচ্ছ ভোটার তালিকা ১৮ কোটি মানুষের আমানত : নির্বাচন কমিশনার
চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
ইবিতে পরীক্ষা দিতে এসে তোপের মুখে ছাত্রলীগ নেতা, থানায় সোপর্দ
এবার মাদক অধিদপ্তরের ডিসপ্লেতে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
সাবেক ডিবিপ্রধান হারুনের বিরুদ্ধে এক নারীর গুরুতর অভিযোগ
জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
বাংলাদেশে কিছুই নেই, ওই দেশে দরিদ্র মানুষ বেশি: বিজেপি নেতা
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জামায়াতের
ভারতে পালানোর সময় ইডেন ছাত্রলীগ নেত্রী সুস্মিতা গ্রেপ্তার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি
সীমান্তে উত্তেজনা: নয়া দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব
পুলিশে বড় রদবদল, ৭৫ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
৫ আগস্ট ‘সার্বক্ষণিক যোগাযোগে’ ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান
জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ, তফসিল ১ ফেব্রুয়ারি
বিপিএলে টানা তিন জয়ে উড়ছে চট্টগ্রাম কিংস
প্রথমবার বিদেশি লিগে খেলার সুযোগ পেলেন পেসার নাহিদ রানা
সচিবালয়ের সামনে এসআইদের আমরণ অনশনের ডাক
সচিবালয় ঘেরাও করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা চাইলেন প্রধান উপদেষ্টা
বেরোবিতে ইউজিসির নিয়মকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ