ঈদে মুক্তি পাচ্ছে জায়েদ খানের ক্যারিয়ারে সেরা শ্রম দেয়া ছবি
ছবি: সংগৃহীত
২০০৮ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ ছবির মাধ্যমে ঢাকাই সিনেমায় নাম লিখিয়েছিলেন অভিনেতা জায়েদ খান। তারপর দীর্ঘসময় সিনেমা দিয়ে না হলেও আলোচনায় ছিলেন নানা ইস্যু নিয়ে। তবে এবার দীর্ঘ প্রায় ১২ বছর পর আসন্ন রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ছবি ‘সোনার চর’।
এটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের ছবি। গল্পে দেখানো হয়েছে, ১৯৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প। এতে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। তিনি বলেন, আমার ক্যারিয়ারে সবচেয়ে শ্রম দেয়া ছবি হচ্ছে ‘সোনার চর’।
“মাসের পর মাস চুল না কাটা, শীতে নদীতে সাঁতরে শুটিং করাসহ এই ছবির জন্য কত শ্রম দিয়েছি সেটা ‘সোনার চর’ দেখলে দর্শক বুঝতে পারবেন।”
এর আগে মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ ছবিতে অভিনয় করে অভিনেতা হিসেবে প্রশংসা পেয়েছিলেন জায়েদ। জায়েদ খানের বিশ্বাস, ‘অন্তর জ্বালা’র পর ‘সোনার চর’ এর মাধ্যমে নতুন এক জায়েদকে দর্শক দেখতে পাবেন। আর সিনেমাটি আসন্ন রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
“আমার ক্যারিয়ারে প্রথম ‘ভালোবাসা ভালোবাসা’ ঈদে মুক্তি পেয়েছিল। এ কারণে ঈদে ছবি মুক্তির ব্যাপারে আমার মধ্যে একটা থ্রিল তো কাজ করছেই। আমাদের দেশের দর্শক এখন ঈদে উৎসবে বেশি হলমুখী। সেই হিসেবে ঈদে ‘সোনার চর’ মুক্তি পেলে অনেক বেশি দর্শকের কাছে পৌঁছানো সম্ভব হবে।”
জাহিদ হোসেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমি, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম। ঈদে ‘সোনার চর’ মুক্তি উপলক্ষে বুধাবার সন্ধ্যায় ফিল্ম আর্কাইভে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে জায়েদের এ ছবির পোস্টার ও ট্রেলার উন্মোচন নিয়ে ঘোষণা আসবে।
‘সোনার চর’ ছাড়াও আসন্ন ঈদে মুক্তির ঘোষণা দেয়া ছবিগুলোর মধ্যে রয়েছে রাজকুমার, ওমর, দেয়ালের দেশ, কাজল রেখা, চক্কর ৩০২, এশা মার্ডার এবং পটু।