ইদানীং জায়েদ খানের পাগলামি বেড়ে গেছে: হিরো আলম
জায়েদ খান ও হিরো আলম। ছবি; সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত একটি নাম জায়েদ খান। কখনো নারী বিষয়ে মন্তব্য, কখনো হাতে থাকা ঘড়িকে রোলেক্স ব্র্যান্ডের দাবি এবং পরনের পোশাক নিয়ে কথা বলে চর্চায় থাকেন এ তারকা অভিনেতা। এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই ট্রোলের শিকার হয়ে থাকেন জায়েদ খান।
সম্প্রতি এ অভিনেতার একটি ডিগবাজির ভিডিও ভাইরাল হয় সোশ্যালে। এ নিয়ে অনেক চর্চা হলে চর্চাকারীদের ধন্যবাদ জানান জায়েদ খান। আর তার এসব কর্মকাণ্ড নিয়ে এবার খোলামেলা কথা বললেন সোশ্যালের বরাত আলোচনায় আসা কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।
শিল্পী সমিতির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সমালোচনা করে হিরো আলম বলেন, জায়েদ খান আগে এরকম করতো না। ইদানীং পাগলামিটা বেড়ে গেছে তার। কাজের অভিজ্ঞতায় আমার সিনিয়র সে। আমার থেকে কাজের অভিজ্ঞতা তার বেশি, আমার একটু কম হতে পারে।
সম্প্রতি রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে যান হিরো আলম। সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দুবাই গেছিলাম আমি। আরাভ খানের শো রুম উদ্বোধন করেছি। সেখানে আমাকে সে বলতেছিল যে, জায়েদ খান তো নকল করে তোমাকে। সে তোমার ডিগবাজি নকল করে।
হিরো আলম বলেন, তাকে আমি বললাম যে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আগে আমি অনেক সিনেমায় ডিগবাজি দিতাম, সেটা নকল করতেই পারে সে।
এছাড়া ডিবি কার্যালয়ে আসার কারণ প্রসঙ্গে তিনি বলেন, আমি ডিবি প্রধান হারুন স্যারের কাছে এসেছিলাম। তাকে বলেছি, আপনারা প্রতিবারই বলেন, কিন্তু নির্বাচনে আমার সঙ্গে ঝামেলা হয়। তবে হারুন স্যার আমাকে আশ্বাস দিয়েছেন, এবার নির্বাচন করো আলম, এবার কোনো ঝামেলা হবে না। এ জন্য আমি বলতে চাই, এবারের নির্বাচন সুষ্ঠু হলে, তাহলে জোর গলায় বলব- নির্বাচনে পাস করব আমি।