আবারো প্রধানমন্ত্রীর সামনে নাচবেন জায়েদ খান
ফাইল ছবি
আগামী ১৪ নভেম্বর এক আয়োজনের মাধ্যমে ২০২২ সালের বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। উক্ত অনুষ্ঠানে
উপস্থিত থেকে পুরস্কাুর তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই অনুষ্ঠানে নাচবেন চিত্রনায়ক জায়েদ খান।
এ বিষয়ে জানতে চাইলে জায়েদ খান গণমাধ্যমকে বলেন, 'অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনে নাচবো, এটাকে বড় প্রাপ্তি মনে করছি। ভালো করার জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।'
উল্লেখ্য, এবারের আয়োজনে 'ওরা ১১ জন' খ্যাত অভিনেতা খসরু ও রোজিনাকে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ২০২২ সালে আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে।
তাদের সম্মানার্থে খসরু অভিনীত সিনেমার গান 'ওরে ও প্রাণের রাজা' এবং রোজিনা অভিনীত 'অবিচার' সিনেমার 'ছেড়ো না ছেড়ো না হাত' গান দুটির সঙ্গে নাচবেন জায়েদ খান।
জায়েদ খান বলেন, 'খসরু ভাই ও রোজিনা আপার সম্মানে তাদের অভিনীত বিখ্যাত দুই গানে নাচ করবো। আমার সঙ্গে এই নাচের সঙ্গী হবেন চিত্রনায়িকা আঁচল।'