গুলশান আপনাদের চায় না, অফ যান: বাপ্পারাজ
প্রয়াত কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাকের বড় ছেলে জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। এবার তিনি বিরক্তি উগরে দিলেন তার ফেসবুক ওয়ালে। তার এই বিরক্তিকে যৌক্তিক ভাবেই দেখছেন তার ভক্তরা।
সদ্য প্রয়াত হয়েছেন ঢাকাই সিনেমা কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। অভিনেতার মৃত্যুতে এই সংসদীয় আসন শূন্য ঘোষনা করা হয়েছে। এ কারণেই ফারুকের স্থলাভিষিক্ত হবার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন অনেক তারকা।
এই আসনে ফারুকের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার কথা বলে প্রার্থী হওয়ার কথা প্রতিনিয়ত জানান দিচ্ছেন ছোটপর্দার অভিনেতা সিদ্দিক। অন্যদিকে চিত্রনায়ক ওমর সানী একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ফারুকের আসনে অভিনেতা ফেরদৌসকে এমপি হিসেবে দেখতে চান। আবার চিত্রনায়িকা অঞ্জনা আলমগীরের নাম প্রস্তাব করেছেন।
এসব বিষয়ে বিরক্তি প্রকাশ করেছেন বাপ্পারাজ।
তিনি রবিবার (২১ মে) এক পোস্টে লেখেন, ‘ঢাকা উত্তরের যারা মেয়র হয়ে আসেন, তারা এতটাই এফিসিয়েন্ট যে, কোনো কাজ অসমাপ্ত রাখেন না, যেটা এসে কোনো এমপি সাহেবকে সমাপ্ত করতে হবে। একজন মৃত মানুষের ইমোশনকে ক্যাশ করে যারা ফায়দা লুটতে চাচ্ছেন, তারা অফ যেতে পারেন, গুলশান আপনাদেরকে চায় না।’
অভিনেতা ফারুক ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ঢাকার গুলশান এলাকার সংসদ সদস্য হন। দীর্ঘদিন অসুস্থ্য হয়ে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় সোমবার (১৫ মে) সকাল ৮টায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন খ্যাতিমান এই অভিনেতা ও সংসদ সদস্য।
এএম/এএস