শুভ জন্মদিন দিতি
ঢাকাই সিনেমার খ্যাতিমান অভিনেত্রী পারভীন সুলতানা দিতির জন্মদিন আজ (৩১ মার্চ)। ১৯৬৫ সালের এই দিনে নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। শৈশবে গায়িকা হওয়ার ইচ্ছা ছিল তার। সেজন্য নিয়মিত গানের চর্চা করতেন। গান গেয়ে জাতীয় পর্যায়ের পুরস্কারও লাভ করেছিলেন দিতি। এর সুবাদে তিনি বিটিভিতে গান করার সুযোগও পান।
বিটিভিতে গান করার সুবাদে অভিনেতা আল মনসুরের নজরে আসেন দিতি। তিনিই তাকে নাটকে অভিনয়ের কথা বলেন এবং ‘লাইলি মজনু’ নাটকে প্রথম অভিনয়ের সুযোগ করে দেন।
১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে সিনেমায় আসেন দিতি। তার অভিনীত প্রথম সিনেমা উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। কিন্তু সিনেমাটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ছিল ‘আমিই ওস্তাদ’।
দীর্ঘ ৩১ বছরের ক্যারিয়ারে দিতি অভিনয় করেছেন দুই শতাধিক সিনেমায়। এর মধ্যে ‘স্বামী স্ত্রী’, ‘আপন ঘর’, লেডি ইন্সপেক্টর’, ‘খুনের বদলা’, ‘দূর্জয়’, ‘শেষ উপহার’, ‘কালিয়া’, ‘চার সতীনের ঘর’, ‘মাটির ঠিকানা’, ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’, ‘জোনাকির আলো’ ইত্যাদি উল্লেখযোগ্য।
দিতি ১৯৮৭ সালে বিখ্যাত পরিচালক সুভাষ দত্তের ‘স্বামী স্ত্রী’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেত্রীর চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ব্যক্তিগত জীবনে দিতি প্রথম বিয়ে করেছিলেন অভিনেতা সোহেল চৌধুরীকে। সেই সংসার ভেঙে যাওয়ার পর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে বিয়ে করেন তিনি। এই সংসারটিও টেকেনি।
২০১৫ সালে দিতির মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ে। সে বছর তাকে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি। এরপর আবারও তার শারীরিক অবস্থার অবনতি হয়। ফলে চেন্নাইয়ের সেই হাসপাতালে পুনরায় তাকে ভর্তি করানো হয়।
সবশেষ ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ২০ মার্চ মৃত্যুবরণ করেন নন্দিত এই অভিনেত্রী।
এএম/এসজি