বিচ্ছেদের শহরে আমরা রয়ে যাব আমৃত্যু: মাহি
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি রাজনীতিতে যুক্ত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন চেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত নৌকার মনোনয়ন পায়নি এই নায়িকা। তবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছেন মাহি।
এবার রাজনীতির বাইরে ভিন্ন প্রসঙ্গে মাহি জানালেন তার মনের অভিব্যক্তি। শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় মাহি তার স্বামী রাকিব সরকারের প্রতি ভালোবাসা প্রকাশ করে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
সেখানে এই নায়িকা লিখেন, বিচ্ছেদের এই শহরে আমরা রয়ে যাব আমৃত্যু। খুব বেশি ভালোবাসা চাই না, শুধু আমার ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও। মন খারাপের বিকেলগুলোতে গল্পের ছলে পাশে থেকো। খুব বেশি ভালো না বাসলেও চলবে, শুধু আমার রাগ ভাঙানোর কৌশলটা গোপনে আয়ত্ত্ব করে নিও। টুকটুক করে তো অর্ধেক জীবন পার হয়েই গেল। বাকি কয়েকটা বছর যখন আমার চামড়া কুঁচকে যাবে, সেদিন পর্যন্ত না হয় আমার হাতটা ধরে রেখো। বিচ্ছেদের এই শহরে আমরা রয়ে যাব আমৃত্যু।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি। এরপর থেকেই সুখের সংসার করছেন এই নায়িকা। প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন তিনি। বিয়ের এক বছরের মাথায় ২০২২ সালের ১২ সেপ্টেম্বর মাহি নিজেই এই সুখবর জানান।
এএম/এসজি