‘পাঠান’ মুক্তি এক সপ্তাহ পর
নানা জল্পনা-কল্পনার পর অবশেশে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের সুপারহিট সিনেমা ‘পাঠান’।
তবে সিনেমাটি ৫ মে মুক্তি পাবার কথা থাকলেও আগামী ১২ মে মুক্তি পেতে যাচ্ছে। তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশে আমদানিকৃত প্রতিষ্ঠান অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার, প্রযোজক ও নির্মাতা অনন্য মামুন। ইতিমধ্যেই সিনেমাটি সেন্সরে জমা পড়েছে।
বৃহস্পতিবার ( ৪ মে) সিনেমাটির সেন্সর বোর্ডে দেখা হবে বলেও জানান অনন্য মামুন।
এক সপ্তাহ ‘পাঠান’ মুক্তির কারণ হিসেবে অনন্য মামুন বলেন, ‘আমরা সবাই দেশের সিনেমার শুভাকাঙক্ষী। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর প্রযোজক পরিচালক ও কলাকুশলীরা সবাই দেশের সিনেমার স্বার্থে পাঠান এক সপ্তাহ মুক্তি পেছানোর অনুরোধ করেছিলেন।
তাই সবার সম্মতিতেই সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে নেওয়ার সিদ্ধন্ত নিয়েছি আমরা। এখন সেন্সর হয়ে গেলে আগামী ১২ মে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ মুক্তি দেওয়া হবে।’
উল্লেখ্য, সাফটা চুক্তির আওতায় সরকার ১১ এপ্রিল ৫ শর্তে ২ বছরের জন্য ১৮টি হিন্দি ছবি আমদানির অনুমতি দিয়েছে। এর ফলে সিনেমা হল মালিকদের প্রায় আড়াই দশকের দাবি মেনে নিয়েছে সরকার।
অবশ্য এর জন্য চলচ্চিত্রের ১৯ সংগঠনের কর্তাব্যক্তিদের হিন্দি ছবি আমদানিতে কোনো আপত্তি নেই এ মর্মে লিখিত দিতে হয়েছে।
এএম/এমএমএ/