অস্কারের সংক্ষিপ্ত তালিকায় প্রিয়াঙ্কার ‘চেলো শো’
বলিউডের বিশ্বনন্দিত তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘চেলো শো’ এ বছরের অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার সিনেমার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে। গুজরাটি ভাষার এই সিনেমাটি লস অ্যাঞ্জেলসের প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে।
প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবির পরিচালক পান নালিন ও শিশু চলচ্চিত্রাভিনেতা বাভিন রাবারির সঙ্গে প্রদর্শনীতে অংশ নেওয়ার ছবি শেয়ার করেছেন। বাভিন রাবারিকে নিয়েই গল্পটি তৈরি হয়েছে।
ভারতের ‘পদ্মশ্রী’, টাইমের বিশ্বের ১০০ প্রভাবশালী, ফোবর্সের সেরা ১০০ শক্তিশালী নারীর অন্যতম ও বিবিসির সেরা ১০০ নারীর একজন প্রিয়াঙ্কা। তিনি তার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেন, যে কাজটি আমি অন্তত করতে পারি, সেটি হলো আমাদের এই সিনেমা শিল্পকে সব সময় সাহায্য ও সমর্থন করা, যা আমাকে আমার কাজের সবকিছুই শিখিয়েছে। ভারতীয় সিনেমা শিল্প থেকে যে অবিশ্বাস্য ছবিগুলো বেরিয়েছে সেজন্য আমি অসাধারণ আনন্দিত। সেই বিশেষগুলোর একটি হলো ‘চেলো শো’। তাদের জন্য শুভকামনা। এই ছবিটি একটি আদিভাষার (গুজরাটি) ছবি। ৯৫তম অস্কারে গিয়েছে এই বিভাগে। লিখেছেন ও পরিচালনা করেছেন পান নালিন। সিনেমার প্রতি ৯ বছরের এই শিশুটির ভালোবাসা অবিশ্বাস্য। আপনাদের লস অ্যাঞ্জেলসে এই ছবিটি দেখানোর জন্য ধন্যবাদ।
ছবিটির প্রযোজক ডুবিনেস্কি লিখেছেন, বিশ্বখ্যাত অভিনেত্রী, মডেল ও প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে শেষ চলচ্চিত্র প্রদর্শনীতে আমার ছবিটির প্রদর্শনে ছিলাম। একটি প্রত্যন্ত ভারতীয় গ্রাম থেকে কিশোর বয়সের দিকে ছুটে চলা একটি বালকের গল্প যে সিনেমার আনন্দকে আবিষ্কার করে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারে ভারতের জমা দেওয়া এই সিনেমাটি কেবলই সেরা আন্তর্জাতিক ফিচার ছবির সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত হয়েছে। নেটফ্লিক্সে সহজলভ্য রয়েছে।
গুজরাটি অভিবাসী বাবা-মায়ের ছেলে আমেরিকান অভিনেতা কাল পেন এই ছবিতে কাজ করেছেন। তিনি প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন ও তাকেও তাদের ছবিগুলোতে দেখা যাচ্ছে।
সিনেমাটিকে বাভিনের নাম হলো সামাই। সে চালালা নামের একটি গ্রামের বাসিন্দা। তার বাড়ি গুজরাট প্রদেশ। সে তার এলাকার সিনেমা হলে সিনেমা দেখতে খুব ভালোবাসে।
ওএফএস/এসজি