শাবিপ্রবির হল খুলছে সোমবার, ক্লাস অনলাইনে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সব হল সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে খুলে দেওয়া হবে, পাশাপাশি মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) থেকে অনলাইনে ক্লাস শুরু করার সিন্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
শাবিপ্রবির রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা শাহাদাত হোসেন চৌধুরী।
সিন্ডিকেট সভার এ সিন্ধান্তের ফলে দীর্ঘ ২৭ দিন পর অচলাবস্থা কাটিয়ে যথারীতি একাডেমিক কার্যক্রম শুরু হবে বিশ্ববিদ্যালয়টিতে।
গত ১৩ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন কয়েকশ ছাত্রী। ১৬ জানুয়ারি দাবি আদায়ের লক্ষ্যে উপাচার্যকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। এসময় পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং তাদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে এই আন্দোলন উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়।
আরএ