শিক্ষামন্ত্রীর প্রস্তাবে আলোচনায় সম্মত শাবিপ্রবির অনশনকারীরা
শুক্রবার (২১ জানুয়ারি) বিকাল ৩টার পর শিক্ষামন্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলে আলোচনায় বসতে সম্মতি জানান শিক্ষার্থীরা।
এ লক্ষ্যে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল আজ বিকালেই ঢাকার উদ্দেশে রওনা হবেন।
মুঠোফোনে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, 'এ পরিস্থিতিতে চাইলেও নানা কারণে আগে কথা বলতে পারিনি। কিন্তু তোমাদের এমন অবস্থায় দেখে আর পারা যায় না। তোমাদের থেকে অল্প কিছু কম বয়সী আমার সন্তান আছে। তাই আমি চাই তোমাদের সঙ্গে আলোচনা করতে। তোমাদের প্রতিনিধি দল ও শিক্ষক সমিতির কেউ আসলেও আসতে পারেন। তোমরা চাইলে আজও আসতে পারো, কালও আসতে পারো।'
এসময় শিক্ষার্থীদের পক্ষে কথা বলেন সাদিয়া আফরিন নামের এক শিক্ষার্থী। তিনি শিক্ষামন্ত্রীর কথার প্রেক্ষিতে বলেন, 'ম্যাম, আমরা আপনার সঙ্গে আলোচনায় বসতে রাজি। যেহেতু আমাদের সহপাঠীদের অবস্থা গুরুতর তাই আজই আসতে চাই।'
এসময় শিক্ষামন্ত্রী বলেন, 'হ্যাঁ, অবশ্যই আমিও চাই এটা দ্রুত সমাধান হোক। তোমাদের এভাবে রেখে আমিও দেরি করতে চাই না। তবে তোমরা নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নিয়ে আসো। যাতে এমন না হয় যে ওখান থেকে যাওয়ার পর অন্যরা সমস্যা না করে।'
তখন শিক্ষার্থীরা এক ঘণ্টার সময় চান এবং শিক্ষার্থীদের ঢাকায় যাওয়ার বন্দোবস্ত করতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।
অনশন স্থগিত করে আলোচনায় যাওয়া হবে কি না জানতে চাইলে শিক্ষার্থীদের পক্ষে সাদিয়া আফরিন সাংবাদিকদের বলেন, 'আমাদের অনশন চলবে। অনশনরত অবস্থাতেই আলোচনা হবে।'
শুক্রবার (২১ জানুয়ারি) বেলা ১টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সদর উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ সিলেট আওয়ামী লীগের নেতারা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।
এসইউ/টিটি