তদন্তের ভিত্তিতে সিদ্ধান্ত হবে: শাবিপ্রবি কোষাধ্যক্ষ
হল প্রভোস্টের পদত্যাগ দাবির আন্দোলনে পুলিশি হামলার ঘটনায় তদন্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
বুধবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ব্যর্থ হয়ে ফেরার পথে সংবাদমাধ্যমকে এমনটি জানিয়েছেন তিনি।
এর আগে উপাচার্যের স্বেচ্ছায় পদত্যাগের জন্য দেওয়া আল্টিমেটাম শেষে বেলা ৩টায় আমরণ অনশনে বসেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আমরণ অনশনে বসা ২৪ জন শিক্ষার্থীসহ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে ব্যর্থ হন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও ডিনবৃন্দসহ শতাধিক শিক্ষক।
কোষাধ্যক্ষ বলেন, ‘রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটার পূর্ব মুহূর্তে ছাত্রীদের দাবি মেনে প্রভোস্ট পদত্যাগ করেছিলেন। আমি শিক্ষার্থীদের একথা জানালে তারা বলে উপাচার্যের লিখিত ছাড়া এ ঘোষণা তারা বিশ্বাস করবেন না। আমি ভিসির সঙ্গে কথা বলার জন্য তালা খুলে যেই সেখানে ঢুকতে যাব, তখনই পুলিশ লাঠিচার্জ শুরু করে। কার নির্দেশে পুলিশ এ কাজটি করল তা তদন্ত করে বের করতে হবে। এ কাজটি ভিসির, ট্রেজারার, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক বা প্রক্টর যার নির্দেশে ঘটেছে তাকেই তার দায় নিতে হবে। ভিসির নির্দেশে হয়ে থাকলে আমরা ভিসির পদত্যাগের আন্দোলনে তাদের সঙ্গে একমত পোষণ করব।’
এসএউ/টিটি/