ঢাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৭ ফেব্রুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট ভর্তি পরীক্ষার আবদেন আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। যা চলবে ২০ মার্চ পর্যন্ত। সেইসঙ্গে চার ইউনিটে অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষা।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ সুপারিশ করা হয়। আগামী ৩০ জানুয়ারি একাডেমিক ভর্তি পরীক্ষার সভায় এটি চূড়ান্ত করা হবে।
জানা যায়, আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়ে তা আগামী ২০ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। আগামী ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
পূর্বের ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক এ শিক্ষা বছরে চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিট হলো- (১) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট (২) বিজ্ঞান ইউনিট (৩) ব্যবসায় শিক্ষা ইউনিট এবং (৪) চারুকলা ইউনিট। চারটি ইউনিটে পরীক্ষা হলেও সুযোগ থাাকছে বিভাগ পরিবর্তনেরও।
এমএমএ/
