শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত বন্ধ নয়
বিশ্বব্যাপী করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের দ্রুত বিস্তারে উদ্বিগ্ন শিক্ষা মন্ত্রণালয় আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে ভাবছে না। তবে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।
করোনা সংক্রান্ত টেকনিক্যাল কমিটি ও শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বসহকারে নজরদারিতে রেখেছে। রবিবার (৯ জানুয়ারি) রাতে শিক্ষামন্ত্রীর করোনা সংক্রান্ত কারিগরি কমিটির সঙ্গে বৈঠকে পরিস্থিতি পর্যবেক্ষণের উপর জোর দেওয়া হয়েছে।
বৈঠক সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানে এখনই বন্ধ হচ্ছে না। করোনা সম্পর্কিত টেকনিক্যাল কমিটি ও শিক্ষা মন্ত্রণালয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি সৃষ্টি হলে পরে বন্ধ করা হবে। রাতে অনুষ্ঠিত ভার্চুয়াল এ সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এ ব্যাপারে বিস্তারিত জানাতে সোমবার (১০ জানুয়ারি) সংবাদ সম্মেলন ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেলা ১১টায় এটি অনুষ্ঠিত হবে।
এনএইচবি/এএন