এসএসসি পরীক্ষা
প্রথম দিন অনুপস্থিত ৩৩ হাজারের বেশি, বহিষ্কার ২৬

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারাদেশে অনুপস্থিত ছিলেন ৩৩ হাজার ৮৬০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৬ হাজার ৬২৭ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১০ হাজার ৯৫৮ জন আর কারিগরি শিক্ষা বোর্ডে ৬ হাজার ২৭৫ জন। প্রথম দিনে নকল করার অপরাধে বহিষ্কার করা হয়েছে ২৬ জন পরীক্ষার্থীকে।
বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারের স্বাক্ষরযুক্ত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় ঢাকা বোর্ডে ৩ হাজার ৭২১ জন, রাজশাহী বোর্ডে ১ হাজার ৭১৯ জন, কুমিল্লা বোর্ডে ২ হাজার ৮৬৬জন, যশোর বোর্ডে ১ হাজার ৮২৯জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৬৮৩ জন, সিলেট বোর্ডে ১ হাজার ১১৯ জন, বরিশাল বোর্ডে ৯৯২ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৬৯৬ জন এবং ময়মনসিংহে ১ হাজার ২জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এনএইচবি/এএস
