চবির 'বি' ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ১১,৫৩৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ১১ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী। শনিবার(২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ ফল প্রকাশ করা হয়।
পরীক্ষায় শতকরা হিসেবে পাসের হার ৪৩ দশমিক ৩৬ শতাংশ। এদিকে ফেল করেছেন ১৫ হাজার ৭১ জন শিক্ষার্থী, যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫৬.৬৪ শতাংশ।
কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মো. মাহবুব আলম বলেন, ‘ফলাফল গত সোমবার (২২ আগস্ট) সম্পন্ন হয়েছে। আইসিটি সেলেও দ্রুতই পাঠিয়েছি। এতে ৪৩.৩৬ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
প্রসঙ্গত, এবার ‘বি’ ইউনিটের ১২২১টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৩৫ হাজার ৭৭৯ ভর্তিচ্ছুক। তবে গত শনিবার (২০ আগস্ট) পরীক্ষায় অংশ নেন ২৬ হাজার ৬০৭ জন, যা মোট পরীক্ষার্থীর ৭৪ দশমিক ৩৭ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৯ হাজার ১৭২ জন।
এসআইএইচ
