সাড়ে ৪০০ কোটি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই বিতরণ কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘২০০৯ সালে সরকার গঠন করি। সরকার গঠন করেই বই ছাপানোর কাজ শুরু করি। ২০১০ সাল থেকে বিনামূল্যে বই বিতরণ শুরু করি। ২০১০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ৪০০ কোটি ৫৪ লাখ ৬৭ হাজার ৯১১ কপি বই বিতরণ হচ্ছে।’
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ২০২২ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসএসসির ফল প্রকাশ ও পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘করোনার কারণে বই বিতরণ কার্যক্রমসহ সবকিছুতেই কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছিল। সমগ্র বিশ্বে করোনার জন্য সবকিছু স্থবির হয়ে যায়। এর মাঝেও কষ্ট করে শিক্ষা মন্ত্রণালয়গুলোর সম্মিলিত প্রচেষ্টায় ১ জানুয়ারি ২০২২ সালে ৪ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মাঝে ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হবে। যা আগামী ৪ জানুয়ারি থেকে সমস্ত জায়গায় এই পুস্তক পৌঁছে যাবে।’
তিনি আরও বলেন, ‘নতুন বইয়ের ঘ্রাণটা অন্যরকম একটা অনুভুতি। আমরা যখন সরকার গঠন করি পরিকল্পনা করি প্রতি বছর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেব। আমরা সেটা বাস্তবায়ন করেছি। করোনার মধ্যেও বই বিতরণ থেমে থাকেনি। শিক্ষার্থীরা নতুন বই পেয়ে তাতে মলাট লাগাবে আবার তার উপর নাম লেখবে, এই অনুভুতিটা সত্যি ভোলার নয়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘২০১০ সাল থেকে শুরু করি বিনামূল্যে বই দেওয়া। ২০০৯ সালে আমরা সরকার গঠন করি। সরকার গঠন করেই বই ছাপানোর কাজ শুরু করি। ২০১০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ৪০০ কোটি ৫৪ লাখ ৬৭ হাজার ৯১১ কপি বই বিতরণ হচ্ছে।’
এসএম/এসএ/