শিক্ষক হত্যার ঘটনায় আশুলিয়া কলেজের গভর্নিং বডি স্থগিত

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির এডহক কমিটি স্থগিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড। শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনার প্রেক্ষিতে ঢাকা শিক্ষা বোর্ড কলেজের এডহক কমিটি স্থগিতের সিদ্ধান্ত নিল বৃহস্পতিবার (৩০ জুন)।
বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বোর্ডের সিদ্ধান্তক্রমে কলেজের গভর্নিং বডির এডহক কমিটি স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৫ জুন (শনিবার) দুপুরে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ওই ছাত্র ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে অতর্কিত হামলা চালায় শিক্ষক উৎপল কুমার সরকারের ওপর। প্রথমে ওই ছাত্র শিক্ষকের মাথায় আঘাত করে এবং পরে এলোপাতাড়ি পেটাতে থাকে। এ ছাড়া স্ট্যাম্পের সূচালো অংশ দিয়ে পেটের বিভিন্ন অংশে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় উৎপলকে প্রথমে আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (২৭ জুন) ভোরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় গতকাল বুধবার (২৯ জুন) আশরাফুল আহসান জিতুকে গ্রেপ্তার করে র্যাব।
এনএইচবি/এমএমএ/
