ইউজিসিকে দ্রুত পিএইচডির তিনটি ইনক্রিমেন্টের আবেদন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের
লেখা ও ছবি : চৌধুরী মাসাবি, প্রতিনিধি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
১৪ অক্টোবর ২০২১ তারিখে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গেজেট প্রকাশ করে ও ১৬ মার্চ ২০২২ থেকে বাস্তবায়ন শুরু করে। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য মূল বেতনের হিসেবে দফায়, দফায় তিনটি ইনক্রিমেন্ট প্রদান শুরু হয়।
কটি বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নও হয়েছে।
তবে ১৮ মে, ২০২২ তারিখে নানা কারণে আরেকটি আদেশে ইউজিসি এই সুবিধা বন্ধ করে দেয়।
এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদলিপি প্রকাশ করেছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’।
সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দুলালচন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম যৌথভাবে এই প্রতিবাদে স্বাক্ষর প্রদান করেছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাদের প্রতিবাদে জানিয়েছে, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যেখানে এই ধরণের বিদ্যার্জনের জন্য সুবিধাদি প্রদান করা উচিত ও ভূমিকা পালন দরকার, সেখানে তারা এ হেন বিপরীতমুখী অবস্থান গ্রহণ করেছেন।’
‘ফলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও অত্যন্ত হতাশ, মর্মাহত এবং বিব্রত বোধ করছে।’
তারা তাদের প্রতিবাদে আরো বলেছেন, ‘এই ধরণের বিপরীতমুখী সিদ্ধান্ত বাংলাদেশ ও সারা বিশ্বের উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের উচ্চতর নব জ্ঞান লাভ, অসাধারণ অর্জন ও মৌলিক গবেষণা নিরুসাহিত করারই নামান্তর।’
তারা জানিয়েছেন, ‘এ ধরণের কার্যকলাপের ফলে বাংলাদেশের শিক্ষার সামগ্রিক মান আরো বিঘ্নিত হবার সম্ভাবনা রয়েছে।’
‘ফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এমন বিমাতাসুলভ, দায়িত্বহীন, অন্যায় আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে।’
তারা ছাত্র, ছাত্রীদের কল্যাণে দ্রুততম সময়ে তিনটি ইনক্রিমেন্ট প্রদানের দাবী করেছেন।
ওএস।