নর্থ সাউথের চেয়ারম্যানসহ ৬ জনকে গ্রেপ্তারের দাবি
অর্থ আত্মসাতের অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানসহ ৬ জন আসামিকে দ্রুত বিচারের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানিয়েছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন।
সোমবার (৯ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে আয়োজক সংগঠনের উপদেষ্টা সুফী সাগর সামস বলেন, 'লাগামহীন দুর্নীতি অনিয়ম, স্বেচ্ছাচারিতা, সিন্ডিকেট আর জঙ্গিবাদে পর্যদুস্ত দেশের অন্যতম শীর্ষ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে ২৫ হাজার শিক্ষার্থীর জীবন। এত বেশি অনিয়মের মধ্যে প্রতিষ্ঠানটির শিক্ষার মান ক্রমান্বয়ে নিম্নমুখী। নর্থ সাউথের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ তারা বরাবরই অস্বীকার করে এসেছে। কিন্তু আদতে নর্থ সাউথ এখনও জঙ্গি পৃষ্ঠপোষকতার ক্লাস থেকে বের হতে পারেনি। ব্লগার ও লেখক রাজীব হায়দারকে ২০১৩ সালে জঙ্গিরা কুপিয়ে হত্যা করে সেই মামলার সাজাপ্রাপ্ত জঙ্গির নাফিস ইমতিয়াজকে বিশ্ববিদ্যালয়ের মদদে ১০ বছর পর আবারও ভর্তির সুযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হলে গণমাধ্যম সরব হওয়ার পর আবার তা বাতিল করা হয়। এমন কাজের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় কার্যত জঙ্গিবাদকে উৎসাহিত করছে।'
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রায় ৩০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন ও চার সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ৫ মে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ সংস্থাটির উপ-পরিচালক ফরিদ উদ্দিন পাটোয়ারী বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ বোর্ড অব ট্রাস্টিজ সদস্য এম এ কাসেম, বেনজির আহমেদ, রেহানা রহমান, মোহাম্মদ শাজাহান, আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মোহাম্মদ হিলালী।
সুফী সাগর বলেন, মূলত আজিম-কাশেম সিন্ডিকেটের কারণে নর্থ সাউথ পরিণত হয়েছে দুর্নীতি অনিয়ম ও জঙ্গিবাদের অভয়ারণ্য। তাই এদের বিরুদ্ধে দুদকের মামলা নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু খেয়াল রাখতে হবে অভিযুক্ত প্রত্যেকেই সমাজের প্রভাবশালী ও ক্ষমতাশালী ব্যক্তিত্ব। তাই তাদের কেউ যেন আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে যেতে না পারে। অভিযুক্তদের বিচারের বিষয়টি দ্রুত সভা করতে হবে।
তিনি বলেন, 'দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচারিতা ও জঙ্গি তৈরির কারখানায় পরিণত হওয়াসহ নানা অভিযোগে বিপর্যস্ত দেশের অন্যতম শীর্ষ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালকে বাঁচানোর জন্য দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলা দ্রুত নিষ্পত্তি জরুরি বলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড ভেঙে দিতে ইউজিসি ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।'
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিগ্রস্ত ট্রাস্টি আজিম উদ্দিন আহমেদ ও এম এ কাশেম সিন্ডিকেটের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সুফী সাগর সামস বলেন, রহস্যজনকভাবে ট্রাস্টি সদস্য আজিজ আল কায়সার টিটু পার পেয়ে যাওয়ায় গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
মামলায় অভিযুক্ত আসামিরা দেশ ছেড়ে যেন পালাতে না পারে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।
এমএইচ/টিটি