হল খোলা রেখে আজ থেকে সাস্টে এক মাসের ঈদের ছুটি
লেখা ও ছবি : নুরুল ইসলাম রুদ্র, শাবিপ্রবি প্রতিনিধি
আজ বুধবার ২০ এপ্রিল থেকে ২০২২ সালের রোজার ঈদের ছুটি শুরু হয়েছে বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টিতে। নাম ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’। আছে সিলেটে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছেন, ‘ঈদের ছুটি থাকবে টানা একটি মাস। ১০ মে শেষ হবে। ১১ মে থেকে ক্যাম্পাস চালু হবে। ক্লাস শুরু হবে।’
এই তথ্যগুলো প্রদান করে ঢাকাপ্রকাশ ২৪.কমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুরুল ইসলাম রুদ্রকে রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেছেন, ‘আমাদের এবারের ছুটির মধ্যে আছে শব-ই কদর, মে দিবস ও ঈদুল ফিতর।’
তিনি বলেছেন, ‘এই সময় পর্যন্ত সাস্টের সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজ বন্ধ থাকবে।’
‘তবে ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনা করে ও তাদের সুবিধা করে দিতে এবং দূরের ছাত্র-ছাত্রীদের কথা ইত্যাদি বিবেচনা করে এবারের ছুটিতে সবগুলো হল খোলা থাকবে’, বলেছেন রেজিস্টার।
এই বিষয়ে প্রতিবেদককে সাস্টের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহবায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান খান বলেছেন, ‘আমরা শিক্ষার্থীদের সুবিধার জন্য আবাসিক হলগুলো খোলা রাখব ও হলের খাবার ও অন্যান্য সুবিধাগুলো প্রদান করা হবে।’
ওএস।