উজবেকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিসিসিআই সভাপতির সাক্ষাত
বাংলাদেশে সফররত উজবেকিস্তানের উপ-পররাষ্ট্র মন্ত্রী বাখরোমজন আ'লোয়েভ ও তার সরকারি প্রতিনিধিদলের সঙ্গে শুক্রবার (১৯ মে) রাজধানীর একটি হোটেলে বৈঠক করেছেন সিআইএস-বিসিসিআই এর সভাপতি মো. হাবিব উল্লাহ ডন এবং তার পরিচালনা পর্ষদ।
বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং উজবেকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিশেষ করে বেসরকারি খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। উজবেক প্রতিনিধিগণ বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং যৌথ উদ্যোগের পাশাপাশি উভয় দেশের মধ্যে ব্যবসায়িক সুবিধা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।
সভায় উপস্থিত সিআইএস-বিসিসিআই-এর সদস্যগণ টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, কৃষি-প্রক্রিয়াজাত পণ্য সম্পর্কিত উজবেকিস্তানের বাজারগুলির সম্ভাবনা তুলে ধরে যৌথ উদ্যোগে আরও সুবিধা বাড়ানোর বিষয়ে উজবেক সরকারের প্রতি আহ্বান জানান।
সিআইএস-বিসিসিআই সভাপতি মো. হাবিব উল্লাহ ডন জানান যে, সিআইএস-বিসিসিআই দেশের একমাত্র চেম্বার যা বাংলাদেশ এবং সিআইএস দেশগুলির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসারের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বিশেষ করে পর্যটন, ঔষধশিল্প, পাটজাতপণ্য, আতিথেয়তা পরিষেবা এবং কৃষি-প্রক্রিয়াজাত পণ্যের ক্ষেত্রে পারষ্পারিক সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য সুবিধার প্রতি গুরত্ব আরোপ করেন।
সিআইএস-বিসিসিআই চেম্বার সভাপতি আকাশপথে যাত্রীর পাশাপাশি পণ্যবাহী যোগাযোগের উপরও জোর দেন। তিনি ব্যবসায়ী ও পর্যটকদের সহজে ভিসা প্রাপ্তির সুবিধার লক্ষ্যে ঢাকায় উজবেক মিশন প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করার জন্য উজবেক প্রতিনিধি দলের নেতাকে অনুরোধ করেন।
সিআইএস-বিসিসিআই চেম্বারের ভূমিকার প্রশংসা করে, উজবেক উপ পররাষ্ট্র মন্ত্রী ব্যবসায়িক সুবিধা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে আরও ব্যবসায়িক সুযোগ-সুবিধার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা ও সহায়তার আশ্বাস দেন। তিনি আশ্বস্ত করেন যে, তিনি চেষ্টা করবেন যাতে উজবেক চেম্বার অফ কমার্স নিয়মিত ব্যবসায়িক যোগাযোগের জন্য সিআইএস-বিসিসিআইয়ের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পারে। এতে চেম্বারগুলোর উদ্যোগে দু'দেশের ব্যবসায়ীদের মধ্যে অনলাইন সভা, বাণিজ্য মেলা, পণ্য বিপণন ও প্রদর্শনী আয়োজন এবং নিয়মিত ব্যবসায়ী প্রতিনিধিদলের আদান-প্রদান সহজতর হবে।
উপ-পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চার জন উচ্চপদস্থ কর্মকর্তা এবং বাংলাদেশে নিযুক্ত উজবেক অনারারি কনসুল বৈঠকে যোগ দেন। সিআইএস-বিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, সহ-সভাপতি যাদব দেবনাথ, উপদেষ্টা মাহবুব ইসলাম রুনু এবং বোর্ডের পরিচালকগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
/এএস