‘ডলারের মূল্য নির্ধারিত হলে বাড়বে রেমিট্যান্স’
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআর আই) নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেছেন, এক জায়গায় ডলারের মূল্য ১১৬ টাকা দেওয়া হচ্ছে, অন্য জায়গায় ১০৭ টাকা। ডলারের মূল্য অনির্ধারিত হওয়ায় বৈধ পথে রেমিট্যান্স আসা কমে যাচ্ছে। তাই যেভাবে হোক ডলারের নির্দিষ্ট মূল্য নির্ধারণ করতে হবে।
বুধবার (৯ নভেম্বর) রাজধানীর পল্টন টাওয়ারে ইআরএফের সম্মেলনকক্ষে 'রেমিট্যান্স থট লিগ্যাল চ্যানেল প্রসপেক্টাস অব ডিজিটাল প্লাটফর্ম' শীর্ষক এ গোলটেবিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, রিজার্ভ ধরে রাখতে হলে রেমিট্যান্স বাড়াতে হবে, রপ্তানি বাড়াতে হবে, আমদানি কমানো কোনো সমাধান নয়। কারণ প্রবৃদ্ধির জন্য আমদানির দরকার আছে। কয়েকটি ক্ষেত্রে উদ্যোগ নিলে রেমিট্যান্স বাড়বে। সার্ভিস সেক্টরে অনেক অর্থ লেনদেন হয়। কাজেই বিদেশে যাতে এদেশের ডলার না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ডিজিটাল এক্সেস বাড়াতে হবে। আমাদের লোকজন মধ্যপ্রাচ্যে বেশি গেলেও রেমিট্যান্স কম আসছে। তা দেখতে হবে। গ্রাহকরা যেখানে বেশি রেট পাবে সেখানে যাবে এটাই স্বাভাবিক। এতে দেশে টাকা তো আসছে না, আবার ডলার থেকে যাচ্ছে বাইরে। শুধু মৌখিক ঘোষণায় বেশি রেটে তাদের অর্থপরিশোধ করতে হচ্ছে।
সিস্টেমে কাজ না হওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে উল্লেখ করে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান আহসান মনসুর বলেন, প্রবাসীরা সহায়তা না পাওয়ায় তারা অনেকটা বাধ্য হয়ে অবৈধ পথে টাকা পাঠাচ্ছে দেশে। সব এজেন্টরা বাংলাদেশে টাকা পাঠায় না। এর জন্য আমাদের কাজ করতে হবে। ফরমাল চ্যানেলে বেশি করে টাকা পাঠানোর ব্যবস্থা করতে হবে সরকারকে।
তিনি আরও বলেন, দূতাবাসসহ সরকারের যে বিভিন্ন সংস্থা আছে তাদের প্রচারণার ব্যবস্থা করতে হবে। ডিজিটাল প্লাটফর্মগুলোকে কাজে লাগাতে হবে। যে শ্রমিকরা প্রবাসে যায় তাদের মধ্যে দেশাত্মবোধক চেতনা বাড়াতে হবে। ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক, প্রিমিয়ার ব্যাংকসহ যেসব ব্যাংক ফিনান্সিয়াল লেনদেন করে তাদের মোটিভেট করতে হবে প্রবাসীদের যে বাংলাদেশি ব্যাংক এজেন্টের কাছে যাবেন দেশে ডলার পাঠাবেন।
এই অর্থনীতিবিদ আরও বলেন, ডলারের নির্দিষ্ট মূল্য নির্ধারণ করতে হবে। খোলা বাজারে চাহিদা আছে এ কথা ভুললে চলবে না। অনেকে সহজে ব্যাংকে ডলার না পাচ্ছেন না, তাই খোলা বাজারের চাহিদাও আছে। কালো টাকার চাহিদাও আছে। কিন্তু এর বাজার কমাতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব ডিজিটাল সিস্টেম বৃদ্ধি করতে হবে।
জেডএ/এসএন