ইডিএফ ঋণের সুদ বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
রিজার্ভ ব্যাপকভাবে কমে যাওয়ায় সমালোচনার ঝড় উঠেছে দেশে। এ অবস্থায় কম সুদের আপৎকালীন ঋণ সুবিধা রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের সুদের হার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে ব্যাংকগুলো ২ দশমিক ৫ শতাংশ সুদে ঋণ নিয়ে রপ্তানিকারকদের ৪ শতাংশ সুদে ঋণ বিতরণ করতে হবে। আগামী ১৩ নভেম্বর থেকে নতুন এই সুদহার কার্যকর হবে।
মঙ্গলবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
পরিচালক মো. সারওয়ার হোসেনের সই করা সার্কুলারে বলা হয়েছে, গত ২০ জুলাই জারি করা এক সার্কুলারে ইডিএফ ঋণের সুদের হার ব্যাংকগুলোর জন্য ১ দশমিক ৫ শতাংশ এবং রপ্তানিকারকদের জন্য ৩ শতাংশ নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এখন ব্যাংকগুলোর জন্য সেই সুদহার ১ শতাংশ বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশ করা হলো। একই সঙ্গে রপ্তানিকারকদের ঋণের সুদের হারও ১ শতাংশ বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছে।
অর্থাৎ ব্যাংকগুলোকে এখন রপ্তানি উন্নয়ন তহবিল থেকে ২ দশমিক ৫ শতাংশ সুদে ঋণ নিয়ে সেই ঋণ ৪ শতাংশ সুদে রপ্তানিকারকদের কাছে বিতরণ করতে হবে। তবে আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে নতুন সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৭ এপ্রিল করোনাভাইরাস মহামারিতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রথমবারের মতো ইডিএফ ঋণের সুদের হার ২ শতাংশে নামিয়ে আনে বাংলাদেশ ব্যাংক। রপ্তানি বাড়াতে প্রথমে বিশ্বব্যাংকের সহায়তায় মাত্র ১ কোটি ৫০ ডলার নিয়ে ইডিএফ গঠন করা হয়। দেশের রপ্তানি আয় বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে সেই তহবিলের আকারও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে এই তহবিলের আকার ৭ বিলিয়ন (৭০০ কোটি) ডলার। ব্যাক টু ব্যাক এলসির আওতায় কাঁচামাল আমদানি সুবিধা বাড়াতে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিটিএমএ, নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএসহ অন্যান্য রপ্তানিকারক সংগঠনের সদস্যরা ইডিএফ থেকে এই ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
জেডএ/এসজি