রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

কোনো উদ্যোগেই নিয়ন্ত্রণ হচ্ছে না ডলারের বাজার

ডলারের বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগই কাজে আসছে না। জুলাইয়ে দেশে রেকর্ড পরিমাণ রপ্তানি এবং রেমিট্যান্স আসলেও যতই দিন যাচ্ছে দেশের বাজারে ডলারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বুধবার ব্যাংক রেট ডলার ৯৫ টাকার নিচে রাখলেও বৃহস্পতিবার তা ৯৫ টাকা দরে বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। আর ব্যাংকের বাইরে হুন্ডির মাধ্যমে বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউজে প্রতি ডলার ১২০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। অর্থাৎ কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডলারের বাজার।

সংশ্লিষ্টরা বলছেন, শুধু মুখে বললে হবে না, ডলারের বাজার নিয়ন্ত্রণে কঠোরভাবে মনিটরিং করতে হবে। মুদ্রানীতিতে ব্যয় সংকোচন করলেও আমদানি ব্যয় কমবে না। রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধির জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। এর কোনো বিকল্প নেই। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে হুন্ডির মাধ্যমে অর্থ আসার পথ বন্ধ করতে হবে। বৈধপথে অর্থ আনার বিষয়টি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকেই দেশে আমদানি ব্যয় বেড়ে গেছে। এজন্য গত এপ্রিল মাসে প্রতি ডলার ৮৪ টাকা হলেও পরের মাস থেকে চাহিদা বাড়তে থাকে। তারপর থেকে ডলারের বাজার ঊর্ধ্বমুখী। ২০২১-২২ অর্থবছরের প্রথম ১১ মাসে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৩৪ দশমিক ০৯ শতাংশ। আর আমদানিতে প্রবৃদ্ধি হয়েছে ৩৯ শতাংশ। তবে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে নেতিবাচক ১৬ শতাংশ। এর ফলে ঘাটতির পরিমাণ দাঁড়ায় ১৫ দশমিক ৩ বিলিয়ন ডলার। এই ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ সৃষ্টি হয়েছে। ৪৮ বিলিয়ন থেকে রিজার্ভ কমে ২৭ জুন হয়েছে ৪১ দশমিক ৮ বিলিয়ন ডলার। কমতে কমতে বৃহস্পতিবার (১১ আগস্ট) রিজার্ভ দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। গত ২৭ জুন ডলারের বিনিময় হার ছিল ৯২ দশমিক ৯৫ টাকা। যা ২০২১ সালের জুনে ছিল ৮৪ দশমিক ৮১ টাকা।

বাজার স্থিতিশীল করতে ডলার বিক্রিও অব্যাহত রয়েছে। চাপ কমাতে বৃহস্পতিবার (১১আগস্ট) ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করা হয়েছে ৯৫ টাকা দরে। আর আগস্ট মাসে বিক্রি করা হয়েছে ৫৮ কোটি ৯০ লাখ ডলার। গত ২০২১-২২ অর্থবছরে ৭ দশমিক ৬৭ বিলিয়ন ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। যেখানে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় ২০২০-২১ অর্থবছরে বাজার থেকে প্রায় ৮ বিলিয়ন ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক।

ডলারের চাপ কমাতে সরকার ও বাংলাদেশ ব্যাংক বিদেশ ভ্রমণ, বিলাসী পণ্যে ১০০ শতাংশ ঋণ মার্জিনসহ বিভিন্ন ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নিয়েছে। চলতি অর্থবছরে (২০২২-২৩) বাংলাদেশ ব্যাংক সতর্কতামূলক মুদ্রানীতি অনুসরণ করেছে, যা কিছুটা সংকোচনমুখী বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।

বিদায়ী অর্থবছরে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে দেশে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতেও প্রবাসীরা ২০৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার (২ দশমিক ১ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

অন্যদিকে চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম মাস জুলাইয়ে ৩৯৮ কোটি ৪৮ লাখ টাকার পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক ৭২ শতাংশ বেশি।

কিন্তু নানামুখী উদ্যোগের পরও ডলারের বাজারের লাগাম টেনে ধরা যাচ্ছে না। প্রায় দিন বাড়ছে ডলারের দাম। বাধ্য হয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এর পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বৈঠক করে ডলারের বাজার নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আবেদন জানিয়েছে।

ব্যবসায়ী নেতাদের সাক্ষাতের পর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, ‘ডলারে অনিয়ম পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’

তারপরও বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স নেওয়া মানি এক্সচেঞ্জগুলো নিজেদের ইচ্ছামতো দরে ডলার বিক্রি করছে। ব্যাংকের চেয়ে বেশি দামে ডলার বেচা-কেনা করছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক শাস্তিমূলক কোনো ব্যবস্থা নিচ্ছে কি না জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘বিভিন্ন শর্তপূরণ করে ২৩৫টি মানি এক্সচেঞ্জ অফিস অনুমোদন নিয়েছে। তারা নিয়মের ব্যত্যয় ঘটালে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি ৭টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। আরও দুটি নজরদারিতে রাখা হয়েছে। তারা নিয়ম না মানলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমরা বাজারে বিভিন্ন টিম পাঠিয়েছি। ডলারের কারসাজি হচ্ছে কি না তা ধরতে অভিযান শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিভিন্ন গোয়েন্দা সংস্থাকেও নির্দেশ দেওয়া হয়েছে। ডলার নিয়ে কারসাজি করায় বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে এখন পর্যন্ত বিসমিল্লাহ মানি এক্সচেঞ্জ, অঙ্কন মানি এক্সচেঞ্জ ও ফয়েজ মানি এক্সচেঞ্জসহ ৫টি মানি একচেঞ্জকে চিহ্নিত করে তাদের লাইসেন্স স্থগিত করা হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক ডলারের বাজার স্থিতিশীল রাখতে সর্বাত্বক চেষ্টা করছে। বেশি পরিমাণ এলসি ওপেন করতে হলে বাংলাদেশ ব্যাংককে জানাতে বলা হয়েছে। এই পদ্ধতি চালু করার পর কিছু গরমিলও পাওয়া গেছে। এ কারণে জুলাই মাসে ২ বিলিয়ন ডলারের এলসি কমেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, মোবাইল ব্যাংকিং নিয়েও আমরা কাজ শুরু করেছি। আমাদের পেমেন্ট সিস্টেম বিভাগ দেখছে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ে কোনো হুন্ডির সম্পৃক্ততা আছে কি না।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, ‘বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ২০২১ সালের জুন থেকে টাকার অবমূল্যায়ন ৮৪ দশমিক ৮১ টাকা থেকে ২০২২ সালের আগস্টে ৯৪ দশমিক ৭০ টাকা করা হয়েছে। বিভিন্ন ব্যাংকে ডলার সাপোর্ট দেওয়া হচ্ছে। গত জুলাই মাসে ১ দশমিক ১৯ বিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে, আর বিদায়ী অর্থবছরে ৭ দশমিক ৪ বিলিয়ন ডলার। যেখানে আগের অর্থবছরে কেনা হয়েছিল ৭ দশমিক ৭ বিলিয়ন ডলার। ব্যাংক ও মানি এক্সচেঞ্জের অনিয়ম চিহ্নিত করতে ১০টি টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। ৫টি মানি এক্সচেঞ্জের লাইসেন্স বাতিল ও ৪৫টি মানি এক্সচেঞ্জকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ডলার সংকট নিরসনের জন্য বিলাসবহুল দ্রব্যসহ ২৭ ধরনের পণ্যের আমদানির ক্ষেত্রে ১০০ শতাংশ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। ব্যাংকের গাড়ি কেনাসহ কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিত করা হয়েছে।’

এনএইচবি/এসজি/ 

Header Ad

দুই দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম

ছবি: সংগৃহীত

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভরিতে এবার সর্বোচ্চ দুই হাজার ৮৩৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৪২ হাজার ২৬৬ টাকা। যা আজ ছিল এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা।

শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে গত ২১ নভেম্বর ভরিতে ১৯৯৪ টাকা বাড়া‌নো হয়েছিল।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ৪২ হাজার ২৬৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩৫ হাজার ৮০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৬ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৫ হাজার ৬৪৫ টাকায় বিক্রি করা হবে।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

এর আগে, গত ২১ নভেম্বর সোনার দাম বাড়য়েছিল বাজুস। যা ২২ নভেম্বর কার্যকর হয়, ওই দামে এই দুই দিন সোনা কেনাবেচা হয়েছে। সেই হি‌সে‌বে আজ‌কে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা সোনা এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৩ হাজার ৬৭৪ টাকায় বিক্রি হয়েছে।

Header Ad

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস

ফাইল ছবি

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। সরকারি সফরের অংশ হিসেবে ভারতীয় উপমহাদেশে আসার পরিকল্পনা করছেন তিনি। চলতি বছরের শুরুর দিকে শরীরে ক্যানসার শনাক্ত হওয়ার পর বিদেশ সফর থেকে বিরত রয়েছেন ব্রিটিশ এই রাজা। তবে কিছু দিনের মধ্যে তিনি বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফর করতে পারেন বলে দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী রানি ক্যামিলা অদূর ভবিষ্যতে ভারতীয় উপমহাদেশ সফরের পরিকল্পনা করছেন। রাজা তৃতীয় চার্লস ক্যানসার থেকে ধীরে ধীরে সেরে ওঠায় শিগগিরই এই সফরে বের হতে পারেন। ভারতীয় উপমহাদেশে ব্রিটেনের রাজার সফরের পরিকল্পনাকে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতির লক্ষণ হিসেবে দেখা হচ্ছে।

ঠিক কবে নাগাদ ব্রিটিশ রাজা ও রানির এই সফর শুরু হতে পারেন, সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য জানায়নি ডেইলি মিরর।

গত বছরের সেপ্টেম্বরে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তৃতীয় চার্লস সব ধরনের সফর বাতিল করতে বাধ্য হন। তবে ভারতীয় উপমহাদেশের তিন দেশ—বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান সফরের এই পরিকল্পনার মাধ্যমে পুনরায় তার সফর শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্রেক্সিট পরবর্তী বিশ্বে তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক সংযোগ প্রতিষ্ঠা করতে চায় ব্রিটেন। এই পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বের বিভিন্ন দেশে ব্রিটিশ রাজা ও রানির সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

দেশটির একটি সূত্র বলেছে, ‘‘রাজা এবং রানির জন্য এই ধরনের সফরের পরিকল্পনা করাটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। ভারতীয় উপমহাদেশে তাদের একটি সফর শুরুর কথা রয়েছে; যা বিশ্ব মঞ্চে ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে ব্যাপক তাৎপর্যপূর্ণ হবে। এই সময়ে ব্রিটেনের জন্য রাজা এবং রানিই জুতসই রাষ্ট্রদূত।’’

ডেইল মিরর বলছে, রাজ সফরের জন্য সম্ভাব্য আয়োজক দেশগুলোর সাথে আলোচনার করতে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান সফরের খসড়া তৈরি করা হচ্ছে। গত বছর ভারত সফর বাতিল করার পর রাজা ও রানিকে অভ্যর্থনা জানানোর জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদির ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কের কারণে দেশটিতে ব্রিটিশ রাজা ও রানির সফর নিয়ে উদ্বেগ রয়েছে। গত মাসে ব্রিকসের শীর্ষ সম্মেলনে সাক্ষাৎ করেছিলেন এই দুই রাষ্ট্রনেতা। এছাড়া গত মঙ্গলবার ভারতের সঙ্গে রাশিয়ার ‘‘কৌশলগত অংশীদারত্বে’’ স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেন যুদ্ধ ‘‘শান্তিপূর্ণভাবে শেষ’’ হওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন।

২০০৬ সালে ক্যামিলাকে সঙ্গে নিয়ে ওয়েলসের যুবরাজ হিসেবে এক সপ্তাহের জন্য পাকিস্তান সফর করেছিলেন চার্লস। সেই সময় শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘‘আপনাদের কাছে পৌঁছাতে আমার প্রায় ৫৮ বছর লেগেছে। তবে এটা যে চেষ্টা করার অভাবে নয়, তা আমি বলতে পারি।’’

Header Ad

নির্বাচনের ফাঁকা মাঠ ভেবে খুশি হচ্ছেন, সাবধান হন : তারেক রহমান

ছবি: সংগৃহীত

যেসব নেতাকর্মী সামনে নির্বাচনের ফাঁকা মাঠ ভেবে খুশি হচ্ছেন। তারা সাবধান হন। সামনে ভয়ংকর অন্ধকার দেয়াল আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৩ নভেম্বর) বিকেল পাঁচটায় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটি ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতাকর্মীদের নামে মামলার বিষয়ে আইনজীবীর প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, স্বৈরাচার পড়ে গেছে, পালিয়ে গেছে। তারা তো বসে নাই, তারা ষড়যন্ত্র করছে। যদি তাদের ষড়যন্ত্র সফল হয়- মামলা তো উঠবেই না বরং নেতাকর্মীদের নামে জ্যামিতিক হারে ২০টা মামলা হয়ে যাবে। সেই সম্ভাবনাও আছে। সেই সম্ভাবনাকে যদি নস্যাৎ করে দিতে হয়, তাহলে আজকে থেকে আপনাদের প্রত্যেকেই সতর্ক হতে হবে।

তিনি বলেন, আপনাদের একটাই টার্গেট হতে হবে। জনগণ, জনগণ অ্যান্ড জনগণ। এর বাইরে যদি কিছু চিন্তা করেন। তাহলে পতিত স্বৈরাচার সফল হবে। তারা সফল হলে আইনজীবী সহকর্মীর বক্তব্য অনুযায়ী মামলা আপনাদের মিটবে না। বরং মাথার ওপরে আরও ১০টি, ২০টি মামলা চেপে বসবে। আপনাদের নিজেকে যদি বাঁচাতে হয় তাহলে উপায় একটাই- জনগণের আস্থা অর্জন করেন। আপনার পরিবার-পরিজনকে রক্ষা করতে হলে উপায় একটাই জনগণের আস্থা আর্জন করেন।

তিনি বলেন, ফারাক্কা বাঁধের বিষয়ে আমাদের একটি ধারণা আছে। এটি একটি আন্তর্জাতিক বিষয়। বিএনপির বাইরে অন্য সরকার যখন ক্ষমতায় এসেছে, তারা যথাযথভাবে এটা দেখেনি। পতিত স্বৈরাচার সরকার প্রতিবেশী দেশকে খুশি করার জন্য ইচ্ছা করেই করেনি। আমরা সময়মতো অবশ্যই বিশেষজ্ঞদের নিয়ে কাজ করবো। আমাদের ন্যায্য হিস্যা আদায়ের জন্য প্রয়োজনে দেশের স্বার্থে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়েই কাজ করবো।

তিনি আরও বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণের ইচ্ছে আছে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানি বাড়ছে। গবেষণায় উঠে আসছে বাংলাদেশের অনেকাংশ, অর্ধেক বা তার কম অংশ ডুবে যাওয়ার আশঙ্কা আছে। এই দেশের মানুষকে আমাদের রক্ষা করতে হবে। খালেদা জিয়া সরকারের সময় আমরা বৃক্ষমেলা করতাম। আমাদের যেভাবেই হোক, এই কর্মসূচি আবার শুরু করতে হবে। সবাইকে উৎসাহ দিতে হবে বৃক্ষরোপণের জন্য। গাছ প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যক্তিগতভাবে আমার একটা পরিকল্পনা আছে। আগামী দিনে আমরা সুযোগ পেলে পাঁচ বছরে আমরা পাঁচ কোটি বৃক্ষরোপণ করব।

এর আগে সকাল ১০টায় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এসময় বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, চেয়ারপারসনের বিদেশ বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ড. মাহাদী আমিন।

কর্মশালায় আলোচনা করেন, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশিদা বেগম হীরা ও কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিব। সভাপতিত্ব করেন, বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির সদস্য সচিব এবিএম মোশাররফ হোসেনের সঞ্চালনায় কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নেতা ওবায়দুর রহমান চন্দন, আমিরুল ইসলাম আলীম প্রমুখ।

Header Ad

সর্বশেষ সংবাদ

দুই দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস
নির্বাচনের ফাঁকা মাঠ ভেবে খুশি হচ্ছেন, সাবধান হন : তারেক রহমান
গোপনে দুইজনকে বিয়ে, কাউকেই অধিকার বঞ্চিত করেননি জান্নাতুল
শহীদ আব্দুল্লাহর বাড়িতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন
বিরামপুরে আদিবাসী নারীর লাশ উদ্ধার
বিএনপির কাঁধে অনেক দ্বায়িত্ব: তারেক রহমান
'জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত'- তোফায়েল আহমেদ
৩ মাসে জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : জ্বালানি উপদেষ্টা
জুটি বাধলেন মিঠুন চক্রবর্তী-আফসানা মিমি
দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই : তারেক রহমান
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা
অক্টোবরে সড়কে প্রাণ গেছে ৪৭৫ জনের
গায়ানায় দলের সঙ্গে যোগ দিলেন সাকিব
আইপিএল নিলামের আগেই নিষিদ্ধ হলেন ভারতের ২ ক্রিকেটার
গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু
কবে বিয়ে করবেন জানালেন তামান্না ভাটিয়া
পঞ্চগড়ে ৫০০ টাকায় সন্তান বিক্রি, অতঃপর যা ঘটল...
অ্যান্টিগায় প্রথম দিন শেষে স্বস্তিতে টাইগাররা
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পরীমণির প্রথম স্বামী