লিজিং কোম্পানিকে বাংলাদেশ ব্যাংকের অধীনে আনার তাগিদ
ব্যাংক আমানত বীমা আইনের খসড়া অনুমোদন
ব্যাংক ছাড়া যেসব ফিনান্সিয়াল কোম্পানি অর্থাৎ লিজিং কোম্পানি আছে সেগুলোকে একটা কাঠামোর মধ্যে আনতে সরকার ব্যাংক আমানত বীমা (সংশোধন) আইন ২০২২ চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
রবিবার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগরে সভাকক্ষে মন্ত্রিসভার সদস্যরা বৈঠকে অংশ নেন। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন।
এ ছাড়া মন্ত্রিসভা বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) আইন ২০২১ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভা কক্ষে নিয়মিত সংবাদ ব্রিফিং এ এসব তথা জানান।
তিনি জানান, মানুষ ব্যাংকে যে টাকা পয়সা রাখে তার একটা সেফটি সিকিউরিটি ছিল। কিন্তু বিভিন্ন লিজিং কোম্পানি বা ফিনান্সিয়াল ট্রানজেকশন কোম্পানি যারা ডিপোজিট করত তাদের কোন সেফটি সিকিউরিটি ছিল না। এ জন্য সরকার ব্যাংক ইনস্যুরেন্স আইনকে সংশোধন করে এখন ব্যাংক আমানত সুরক্ষা (সংশোধন) আইন করেছে। এর ফলে এখন থেকে যারা বা যেসব লিজিং কোম্পানি আছে যারা ডিপোজিট নেয় তারা সবাই এই আইনের আওতায় আসবে। তারা যে গ্রাহকের কাছ থেকে ডিপোজিট নেবে সেজন্য এসব লিজিং কোম্পানি ও প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের কাছে একটা মূলধন ডিপোজিট জমা রাখতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগে আইন ছিল কোনো ব্যাংক যখন প্রতিষ্ঠিত হয় সে ব্যাংককে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নিতে হত এবং বাংলাদেশ ব্যাংকের কাছে একটা মূলধন ডিপোজিট দিতে হত। কিন্তু লিজিং কোম্পানি বা ফিনান্সিয়াল কোম্পানিগুলোর এমনটি ছিল না। যার ফলে লিজিং কোম্পানি বা যুবক টাইপের যেসব কোম্পানি আছে তারা যে লেনদেন করত তাতে কোন সিকিউরিটি ছিল না। কিন্তু আইন সংশোধন করে বলা হয়েছে, এখন থেকে যারাই এ জাতীয় প্রতিষ্ঠান করবে, আর্থিক লেনদেন করবে সে যে নামেই হোক তাকে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের রেজিস্ট্রার্ড হতে হবে এবং তার যে মোট ক্যাপিটাল থাকবে সেই ক্যাপিটালের একটা পরশন বাংলাদেশ ব্যাংক যেভাবে ডিফাইন করে দেবে সেভাবে সেফটি সিকিউরিটি হিসেবে বাংলাদেশ ব্যাংকে জমা রাখবে বা ডিপোজিট থাকবে।
তিনি বলেন, এই ক্ষেত্রে যদি লিজিং কোম্পানি বা ফিনান্সিয়াল ট্রানজেকশন কোম্পানি উঠে যায় বা উধাও হয়ে যায় তাহলে গ্রহাকরা সর্বোচ্চ দুই লাখ টাকা করে ওই ডিপোজিট থেকে পাবেন।
তিনি আরও বলেন, এটা মানুষের মধ্যে প্রচার করে দিতে হবে যে, ব্যাংক ছাড়া অন্য কোথাও ডিপোজিট করলে আপনারা সাবধানে থাকবেন এবং ওই প্রতিষ্ঠান যদি কোনো কারণে উধাও হয়ে যায় তাহলে সরকার আপনাদেরকে দুই লাখ টাকা দেওয়ার দায়িত্ব নিচ্ছে। আর বাকিটা যদি রিকভার করা যায় তাহলে সেটা দেখবে।
ডাইরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন ফ্রান্স ও সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এরমধ্যে একটি টেকনিক্যাল কো-অপারেশন এগ্রিমেন্ট শীর্ষক খসড়া চুক্তি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, এই চুক্তির আওতায় এয়ার নেভিগেশন, বেসামরিক বিমান উড্ডয়ন ও রক্ষণ পরিকল্পনা বিষয়, বিমানবন্দরের ব্যবস্থাপনা বিষয়ে এক দেশ আরেক দেশের কাছ থেকে সহযোগিতা নেওয়া, উড়োজাহাজের যোগ্যতা নিশ্চিতকরণ অর্থাৎ উড়োজাহাজ উড়তে পারবে কি না সে বিষয়ে সার্টিফিকেশন, বেসামরিক বিমানের ব্যবস্থাপনা মনিটরিং এসব বিষয়সহ আরও অনেকগুলো বিষয় আছে এই চুক্তির আওতায়।
মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভা বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ ২০০৭ প্রণয়ন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশন হচ্ছে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এর জন্য কোন আইন প্রয়োজন নেই। এ জন্য এটি বাতিল করে দেওয়া হয়েছে।
এ ছাড়া মন্ত্রিসভা ২০০৭ সালের ২১ এপ্রিল উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ সংশ্লিষ্ট একটি সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত দেওয়া হয়েছিল বেশ কিছু হাসপাতালকে বেসরকারি ব্যবস্থাপনায় এনজিওদের হাতে ছেড়ে দেওয়ার জন্য। এ বিষয়টি নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে এ নিয়ে ঝামেলা হবে। এ কারণেই মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদের ওই সিদ্ধান্ত বাতিল করেছে।
এনএইচবি/এমএমএ/