আবারও বেড়েছে মুরগির দাম, নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে গরুর মাংস
ফাইল ছবি
রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে আাবারও বেড়েছে সব ধরণের মুরগির দাম। ব্রয়লার, সোনালী ও দেশি সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে অন্তত ২০ টাকা। চিনি ও ভোজ্য তেলের দামও বেড়েছে। মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়ায় বাজারে এই মসলা পণ্যের দাম কমলেও রসুন বিক্রি হচ্ছে বাড়তি দামে।
এদিকে শীত বাড়লেও কমেনি শীতের সবজির দামও। তবে নির্ধারিত ৬৫০ টাকা দামেই বিক্রি হচ্ছে গরুর মাংস। এতে কিছুটা স্বস্তি সাধারণ মানুষের মাঝে। দাম যেন আর না বাড়ে-সেজন্য কঠোর বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের।
রাজধানীর হাতিরপুল বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। গেলো সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। বেড়েছে সোনালি মুরগির দামও। এজন্য ব্যবসায়ীদের নানা অজুহাত।
সবজির দামে অস্বস্তি ক্রেতাদের। তা মানতে নারাজ বিক্রেতারা। স্বস্তি নেই মুদিবাজারেও। বেড়েছে ডাল, আটা, চিনি ও ভোজ্যতেলের দাম। কোনো কোনো পণ্য ১০ থেকে ২০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও, মহাখালী কাঁচাবাজার ও বাড্ডা কাঁচাবাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, দাম বেড়ে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকা ও সোনালি মুরগি প্রতি কেজি ৩০০ থেকে ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বেড়ে ফার্মের মুরগির ডিম প্রতি ডজন এখন ১৩৫ থেকে ১৪০ টাকা।
কারওয়ান বাজারের কিচেন মার্কেটে মো. আমজাদ হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, সোনালি ও ব্রয়লার দুটির দামই বেড়ে গেছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হয়েছে ১৮০ থেকে ১৮৫ টাকায়, এখন বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। গত সপ্তাহে সোনালি মুরগি ছিল মানভেদে ২৮০ থেকে ৩০০ টাকা কেজি, এখন দাম বেড়ে ৩০০ থেকে ৩২০ টাকা হয়েছে।