একাধিক গাড়ি থাকলে দিতে হবে ৩ লাখ টাকা পর্যন্ত কর
ছবি : সংগৃহীত
যত বেশি জ্বালানি ব্যবহার হয় পরিবেশের ওপর তার বিরূপ প্রভাব পড়ে। আবার ডলার সংকটের কারণে জ্বালানি আমদানিতে সংকট রয়েছে। এ রকম অবস্থায় একের বেশি গাড়ি নিরুৎসাহিত করতে আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরিবেশ সারচার্জ আরোপের প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পরিপত্র অনুযায়ী, একাধিক বছরের জন্য গাড়ির নিবন্ধন বা ফিটনেস নবায়ন করা হলে যে অর্থবর্ষে গাড়ির নিবন্ধন বা ফিটনেস নবায়ন করা হয়েছে তার পরবর্তী অর্থবর্ষগুলোর ৩০ জুন তারিখের মধ্যে প্রযোজ্য হারে পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হবে।
কোন গাড়ির কত সারচার্জ:
>>১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াট পর্যন্ত প্রতিটি মোটরগাড়ির জন্য ২৫ হাজার টাকা।
>>১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াটের অধিক কিন্তু ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের অধিক নয় এমন প্রতিটি মোটরগাড়ির জন্য ৫০ হাজার টাকা।
>>২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের অধিক কিন্তু ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের অধিক নয় এমন এমন প্রতিটি গাড়ির জন্য ৭৫ হাজার টাকা।
>>২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের অধিক কিন্তু ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের অধিক নয় এমন প্রতিটি মোটরগাড়ির জন্য
১ লাখ ৫০ হাজার টাকা।
>>৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের অধিক কিন্তু ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের অধিক নয় এমন প্রতিটি মোটরগাড়ির জন্য ২ লাখ টাকা।
>>৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের অধিক এমন প্রতিটি মোটরগাড়ির জন্য সাড়ে ৩ লাখ টাকা।
পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশের এই সারচার্জ আদায় করে তা গণপরিবহনে বিনিয়োগ করলে মানুষের ভোগান্তি কমবে, সুরক্ষা পাবে প্রাণ ও প্রকৃতি।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিআরটিএর এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘আমরা রাজস্ব বোর্ডের নির্দেশনা পেয়েছি। তবে কোন কোডে এটা নেওয়া হবে সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি। আইবাস, কর অঞ্চল ও এনবিআরে তিনটি আলাদা প্রতিষ্ঠান আলাদা কোডে সারচার্জ নিতে আমাদের নির্দেশনা দিয়েছে। আমরা এটা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়ে চিঠি দিয়েছি। এছাড়া এনবিআরকেও চিঠি দিয়ে নির্দেশনা চেয়েছি। নির্দেশনা পেলে আমরা সারচার্জ নেওয়া শুরু করবো।’