শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দেওয়া হবে: বাণিজ্য মন্ত্রী

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভোজ্য তেলের দাম নিয়ে বার বার কথা হচ্ছে। আপনারা জানেন যে, আমাদের প্রতি বছর ২০ লক্ষ টন ভোজ্য তেল প্রয়োজন। আমাদের উৎপাদন মাত্র দুই লাখ টন। বাকিটা আমদানি করতে হয়। বাইরে থেকে আনার কারণে আন্তর্জাতিক বাজারে যখন দাম বাড়ে তখন তার বিরূপ প্রভাব আমাদের বাজারে পড়ে। রিসেন্টলি আরেকটা বড় সমস্যা হচ্ছে কন্টেইনার যেখানে দুই হাজার, আড়াই হাজার ছিল, আট হাজার, দশ হাজার হয়ে গেছে। তার ফলে দামের উপর প্রভাব পড়ে। তার জন্য দেড়-দুই মাস পর পর আমরা বারবার ব্যবসায়ীদের সঙ্গে বসে দাম পুনঃনির্ধারণ করতে হচ্ছে এডজাস্ট করতে হচ্ছে।

বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীর ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ডিসিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

টিপু মুনশি বলেন, একটা বিষয় হচ্ছে, আমরা যদি নন কো-অপারেশন করি, এডজাস্ট না করি, তাহলে সামনে রমজান মাস, তারা তো এলসি ওপেন করবে না। একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে আগামী মাসের ৬ বা ৭ তারিখে বসে আবার ফিক্সড করব, আন্তর্জাতিক বাজার, আনুষঙ্গিক খরচ, প্রোফিট সব কিছু বিবেচনা করে দাম ঠিক করব। না হলে বাজার আবার অস্থির হবে। তেলের ব্যাপারে আমরা আজ সিদ্ধান্ত নিয়েছি।

ব্যবসায়ীরা এলসি ওপেন করবেনা, তার মানে ব্যবসয়ীরা সরকারের চেয়ে শক্তিশালী? এমন প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, এটা প্রোফিট এন্ড লস। আপনার গায়ে যে কোট টা আছে সেটা আপনি চয়েজ করবেন আপনি কত দিয়ে কিনবেন। এটা আমি চয়েজ করে দিতে পারি না। ব্যবসায়ী যদি এলসি ওপেন না করে তাহলে দ্যাট ইজ হিজ ডিসক্রিশন।

এসময় সালমান এফ রহমান বলেন, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা না করে ওটা জিজ্ঞেস করেন এলসি খুলবে না কেন? এলসি খুলবে না যদি সে দেখে লস হয় তাহলে সরকার কি তাকে ফোর্স করতে পারে যে তুমি আমদানি করে তুমি লস এ বিক্রি কর। আমাদেরকে যেটা দেখতে হবে, সে যেন অতিরিক্ত প্রোফিট বা মুনাফা না করে। কিন্তু লস এ তো সে আমদানি করবে না। তার জন্য উনাদের সঙ্গে বসা হয়েছে। তারা কত লাভ করবে ওটা আমরা ফিক্সড করে দেব।

বাণিজ্য মন্ত্রী বলেন, সামনে রমজান মাস। আমরা ডিসিদের বলেছি, আমরা মন্ত্রণালয় থেকে যেসব নিত্যপণ্যের দাম নির্ধার করে দিয়েছি সেগুলোর বিষয়ে যেন তারা স্ট্রংলি মনিটরিং করেন। পাশাপাশি সামনে রমজান মাসে যেন তারা শক্ত ভূমিকায় থাকেন, আইনগত ব্যবস্থা নেন। পাশাপাশি কুরবানির সময়ে চামড়ার বিষয়ে শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় সবাই মিলে যেন মনিটরিং করি যাতে মানুষ যেন ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয়। এসব বিষয়ে ডিসিদের বলা হয়েছে।

এনএইচবি/এএস

Header Ad
Header Ad

গত ৯ মাসে এক আকাশ ভালোবাসা অর্জন করেছি : প্রেসসচিব

ছবি: সংগৃহীত

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পান শফিকুল আলম।

সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় ৯ মাসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে কী অর্জন করেছেন, তা তুলে ধরেছেন তিনি।

আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোষ্টে শফিকুল আলম লিখেছেন, ‘গত নয় মাসে আমি কী অর্জন করেছি: এক চিমটি ঘৃণা, একমুঠো অবিশ্বাস ও এক আকাশ ভালোবাসা।

Header Ad
Header Ad

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে আগ্রহ দেখায়নি বেসরকারি চ্যানেল, দেখাবে বিটিভি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ সম্প্রচারে আগ্রহ দেখায়নি দেশের কোনো বেসরকারি টিভি চ্যানেল। যার কারণে রাষ্ট্রয়াত্ত বিটিভির শরণাপন্ন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিটিভির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুরো সিরিজটি সম্প্রচারের ঘোষণা দেওয়া হয়েছে।

সবশেষ কয়েক বছরে মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে ঘরের মাঠের ম্যাচগুলো সম্প্রচার করেছে বাংলাদেশের দুটি বেসরকারি চ্যানেল টি-স্পোর্টস ও জিটিভি। তবে সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে চুক্তির মেয়াদ শেষ হয়েছে তাদের সঙ্গে।

তাই জিম্বাবুয়ে সিরিজের আগে গত ১৯ মার্চ আর্থিক প্রস্তাবনা ও এক্সপ্রেশন অব ইন্টারেস্টসহ (ইওআই) উন্মুক্ত দরপত্র আহ্বান করেছিল বিসিবি। তবে ৭ এপ্রিল দরপত্রের মেয়াদ শেষ হয়ে গেলেও আগ্রহ দেখায়নি কেউ। যার কারণে জিম্বাবুয়ে সিরিজের জন্য মিডিয়া রাইটস বিক্রি করতে পারেনি বিসিবি।

এমন অবস্থায় দুই টেস্টের সিরিজ সরাসরি সম্প্রচার করতে বাংলাদেশ টেলিভিশনের দ্বারস্থ হয়েছে বিসিবি। পুরো সিরিজই সম্প্রচার করবে বিটিভি।

সিলেটে আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৮ মে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুদল। ইতোমধ্যে সিলেট টেস্টের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। আজ (১৮ এপ্রিল) থেকে যা সংগ্রহ করা যাবে মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায়। সকাল ১০টা থেকে এখানে টিকিট বিক্রি শুরু হবে। পরদিন থেকে স্টেডিয়াম কাউন্টারেও টিকিট কাটা যাবে।

বিসিবি সিলেট স্টেডিয়ামের গ্রান্ড স্ট্যান্ডের দাম নির্ধারণ করেছে সর্বোচ্চ ৫০০ টাকা। এর অর্ধেক দামে মিলবে ক্লাব হাউজের টিকিট। ২ নম্বর গেটের পূর্বদিকের গ্যালারির টিকিটের দাম ১৫০ টাকা। শহিদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের দাম ১০০। গ্রিন হিল, শহিদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম দিক) ও ৩ নম্বর গেটের পূর্বদিকের গ্যালারির টিকিটের জন্য পরিশোধ করতে হবে ৫০ টাকা করে।

Header Ad
Header Ad

সন্ত্রাসী তালিকা থেকে তালেবানকে বাদ দিলো রাশিয়া

ছবি: সংগৃহীত

সন্ত্রাসী তালিকা থেকে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবানের নাম বাদ দিলো রাশিয়া। দুই যুগেরও বেশি সময় পর বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানান দেশটির সুপ্রিম কোর্ট। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় রীতিমতো একঘরে হয়ে থাকা তালেবানের জন্য এটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

গত বছর রাশিয়ার নতুন আইনে, কোনো সংগঠনকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয়ার এখতিয়ার আদালতকে দেয়া হয়। সম্প্রতি তালেবানের সাথে সম্পর্ক গভীর করেছে মস্কো। সংগঠনটির প্রতিনিধিরা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে একাধিকবার রাশিয়া সফর করেছে।

২০০৩ সালে তালেবানকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছিল রাশিয়া। ফলে রাশিয়ার সঙ্গে কোনও ধরনের যোগাযোগ ছিলো না সংগঠনটির। এবং তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা ছিল ফৌজদারি অপরাধ।

তবে ২০২১ সালে দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করে তালেবান। এ ক্ষমতা শুধুমাত্র সরকার গঠন করাই নয়। বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘটে সম্পর্কের ইতি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গত ৯ মাসে এক আকাশ ভালোবাসা অর্জন করেছি : প্রেসসচিব
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে আগ্রহ দেখায়নি বেসরকারি চ্যানেল, দেখাবে বিটিভি
সন্ত্রাসী তালিকা থেকে তালেবানকে বাদ দিলো রাশিয়া
ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব আছে, জানালেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
ব্রাজিলের ভক্তদের ‘বানরের’ সঙ্গে তুলনা, নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টিনা
নারীরা কেন বয়সে ছোট পুরুষের সঙ্গে প্রেমে জড়াচ্ছেন?
জুলাই-মার্চ মাসে ৩০.২৫ বিলিয়ন ডলার পোশাক রফতানি করেছে বাংলাদেশ
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবুও ১০ কিলোমিটার চালিয়ে ৬০ যাত্রীকে বাঁচালেন চালক
কোলের সন্তান বিক্রি করে অলংকার, মোবাইল কিনলেন মা
চুয়াডাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে দু’জন নিহত
ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত ৩৮
হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার
গাইবান্ধায় মাদক মামলায় ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
তোপের মুখে ওয়াক্‌ফ আইন স্থগিত করল ভারতের সুপ্রিম কোর্ট
নিজেকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবিতে মামলা করলেন ফয়জুল করীম
ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিতের আহ্বান বাংলাদেশের
টাঙ্গাইলে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্র সচিব ও পরীক্ষার্থীসহ আটক ৬
৭১ এর গণহত‍্যার জন‍্য ক্ষমা ও সম্পদ ফেরত দেয়া নিয়ে আলোচনায় সম্মত পাকিস্তান