শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

২০২১ সালে চীনের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। গত বছরে অন্তত ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ছিল দেশটির। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ১ শতাংশ।

তবে বছরের শেষ প্রান্তিকে মাথাপিছু আয়ের প্রবৃদ্ধি হয়েছে চার শতাংশ। রয়টার্সের জরিপে দেশটির মাথাপিছু আয়ের প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল ৩ দশমিক ৬ শতাংশ, তা ছাড়ালেও গত দেড় বছরের হিসেবে এই প্রবৃদ্ধিকে ধীরগতি বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া বছরের চতুর্থ ত্রৈমাসিকে শিল্প উৎপাদন দাঁড়িয়েছে ৪ দশমিক ৩ শতাংশে। ডিসেম্বরে খুচরা বিক্রয় বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ, যা এর আগের বছরের তুলনায় বেশি। তবে করোনার কারণে চলতি বছর চীনের অর্থনীতি বাধার সম্মুখিন হতে পারে বরে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

এপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, উৎপাদন খাতে প্রতিবন্ধকতা তৈরি করা চিপ ঘাটতি সত্ত্বেও ২০২১ সালে চীনের রপ্তানি ২৯ দশমিক ৯ শতাংশ বেড়েছে। একই সময়ে আমদানি বাণিজ্যের প্রবৃদ্ধি কিছুটা ধীর হওয়ায় বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড উচ্চতায় পৌঁছায়। ডিসেম্বরে দেশটির মাসভিত্তিক বাণিজ্য উদ্বৃত্ত আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৮ শতাংশ বেড়ে ৯ হাজার ৪৪০ কোটি ডলারে পৌঁছেছে। গতকাল প্রকাশিত কাস্টমস ডাটায় এ পরিসংখ্যান উঠে এসেছে।

কোভিডজনিত বিধিনিষেধ শিথিল হওয়ায় বিশ্বজুড়ে চীনা পণ্যের তুমুল চাহিদা তৈরি হয়। এসময় স্মার্টফোন, কম্পিউটার ও গাড়িসহ বিভিন্ন পণ্যের জন্য প্রয়োজনীয় প্রসেসর চিপের ঘাটতি ব্যাপক আকার ধারণ করে। এমন সংকটে বাধ্য হয়ে কারখানা বন্ধ রাখে বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। পাশাপাশি চীনা সরকারের বিধিনিষেধে বিদ্যুৎ ঘাটতি থেকে উৎপাদন শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় চীনের রপ্তানি বাণিজ্যে ধীরগতির আশঙ্কা করছিলেন বিশ্লেষকরা। যদিও এসব প্রতিবন্ধকতা কাটিয়ে দেশটির বৈদেশিক বাণিজ্যে শক্তিশালী প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত বছর বিশ্বজুড়ে ৩ লাখ ৩০ হাজার কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে চীন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী বাণিজ্যযুদ্ধ সত্ত্বেও ২০২১ সালে বিশ্বের বৃহত্তম অর্থনীতির সঙ্গে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ৩৯ হাজার ৬৬০ কোটি ডলারে উন্নীত হয়েছে। এটি আগের বছরের তুলনায় ২৫ দশমিক ১ শতাংশ বেশি। গত বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেয়ার পর এ বাণিজ্যযুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। বাণিজ্য দূতরা কয়েকবার ভার্চুয়ালি আলোচনাও করেছেন। তবে এখনো পুনরায় মুখোমুখি আলোচনা শুরুর তারিখ ঘোষণা করা হয়নি।

উচ্চ বাণিজ্য শুল্ক বজায় থাকলেও গত বছর যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি ২৭ দশমিক ৫ শতাংশ বেড়ে ৫৭ হাজার ৬১০ কোটি ডলারে পৌঁছেছে। যেখানে মার্কিন পণ্য আমদানি ৩৩ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭১০ কোটি ডলার। ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গেও চীনের বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে। এ সময়ে ব্লকটির সঙ্গে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ৫৭ দশমিক ৪ শতাংশ বেড়ে ২০ হাজার ৮৪০ কোটি ডলারে পৌঁছেছে। ইইউতে চীনা পণ্যের রপ্তানি ৩২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৫১ হাজার ৮৩০ কোটি ডলারে উন্নীত হয়েছে। যেখানে চীনে ইউরোপীয় পণ্যের আমদানি ১৯ দশমিক ৮ শতাংশ বেড়ে ৩০ হাজার ৯৯০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

এদিকে ২০২১ সালে চীনের আমদানি ৩০ দশমিক ১ শতাংশ বেড়ে ২ লাখ ৭০ হাজার কোটি ডলারে পৌঁছেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি মহামারির বিপর্যয় কাটিয়ে পুনরুদ্ধার হওয়ায় আমদানি প্রবৃদ্ধি অব্যাহত ছিল।

তবে কোভিডজনিত বিধিনিষেধে বন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ায় চলতি মাসে চীনা পণ্যের রপ্তানি ধীর হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ক্যাপিটাল ইকোনমিকসের জুলিয়ান ইভান্স-প্রিচার্ড বলেন, জানুয়ারিতে বিশ্বজুড়ে চীনের রপ্তানি দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ কোভিডজনিত বিধিনিষেধে দেশটির কয়েকটি বন্দরের কার্যক্রম সংকুচিত করা হয়েছে। ২০২২ সালে রপ্তানি আয় বাড়ার পরিবর্তে কমে যাবে বলেও মনে করেন তিনি।

কেএফ/

Header Ad
Header Ad

গত ৯ মাসে এক আকাশ ভালোবাসা অর্জন করেছি : প্রেসসচিব

ছবি: সংগৃহীত

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পান শফিকুল আলম।

সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় ৯ মাসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে কী অর্জন করেছেন, তা তুলে ধরেছেন তিনি।

আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোষ্টে শফিকুল আলম লিখেছেন, ‘গত নয় মাসে আমি কী অর্জন করেছি: এক চিমটি ঘৃণা, একমুঠো অবিশ্বাস ও এক আকাশ ভালোবাসা।

Header Ad
Header Ad

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে আগ্রহ দেখায়নি বেসরকারি চ্যানেল, দেখাবে বিটিভি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ সম্প্রচারে আগ্রহ দেখায়নি দেশের কোনো বেসরকারি টিভি চ্যানেল। যার কারণে রাষ্ট্রয়াত্ত বিটিভির শরণাপন্ন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিটিভির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুরো সিরিজটি সম্প্রচারের ঘোষণা দেওয়া হয়েছে।

সবশেষ কয়েক বছরে মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে ঘরের মাঠের ম্যাচগুলো সম্প্রচার করেছে বাংলাদেশের দুটি বেসরকারি চ্যানেল টি-স্পোর্টস ও জিটিভি। তবে সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে চুক্তির মেয়াদ শেষ হয়েছে তাদের সঙ্গে।

তাই জিম্বাবুয়ে সিরিজের আগে গত ১৯ মার্চ আর্থিক প্রস্তাবনা ও এক্সপ্রেশন অব ইন্টারেস্টসহ (ইওআই) উন্মুক্ত দরপত্র আহ্বান করেছিল বিসিবি। তবে ৭ এপ্রিল দরপত্রের মেয়াদ শেষ হয়ে গেলেও আগ্রহ দেখায়নি কেউ। যার কারণে জিম্বাবুয়ে সিরিজের জন্য মিডিয়া রাইটস বিক্রি করতে পারেনি বিসিবি।

এমন অবস্থায় দুই টেস্টের সিরিজ সরাসরি সম্প্রচার করতে বাংলাদেশ টেলিভিশনের দ্বারস্থ হয়েছে বিসিবি। পুরো সিরিজই সম্প্রচার করবে বিটিভি।

সিলেটে আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৮ মে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুদল। ইতোমধ্যে সিলেট টেস্টের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। আজ (১৮ এপ্রিল) থেকে যা সংগ্রহ করা যাবে মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায়। সকাল ১০টা থেকে এখানে টিকিট বিক্রি শুরু হবে। পরদিন থেকে স্টেডিয়াম কাউন্টারেও টিকিট কাটা যাবে।

বিসিবি সিলেট স্টেডিয়ামের গ্রান্ড স্ট্যান্ডের দাম নির্ধারণ করেছে সর্বোচ্চ ৫০০ টাকা। এর অর্ধেক দামে মিলবে ক্লাব হাউজের টিকিট। ২ নম্বর গেটের পূর্বদিকের গ্যালারির টিকিটের দাম ১৫০ টাকা। শহিদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের দাম ১০০। গ্রিন হিল, শহিদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম দিক) ও ৩ নম্বর গেটের পূর্বদিকের গ্যালারির টিকিটের জন্য পরিশোধ করতে হবে ৫০ টাকা করে।

Header Ad
Header Ad

সন্ত্রাসী তালিকা থেকে তালেবানকে বাদ দিলো রাশিয়া

ছবি: সংগৃহীত

সন্ত্রাসী তালিকা থেকে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবানের নাম বাদ দিলো রাশিয়া। দুই যুগেরও বেশি সময় পর বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানান দেশটির সুপ্রিম কোর্ট। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় রীতিমতো একঘরে হয়ে থাকা তালেবানের জন্য এটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

গত বছর রাশিয়ার নতুন আইনে, কোনো সংগঠনকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয়ার এখতিয়ার আদালতকে দেয়া হয়। সম্প্রতি তালেবানের সাথে সম্পর্ক গভীর করেছে মস্কো। সংগঠনটির প্রতিনিধিরা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে একাধিকবার রাশিয়া সফর করেছে।

২০০৩ সালে তালেবানকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছিল রাশিয়া। ফলে রাশিয়ার সঙ্গে কোনও ধরনের যোগাযোগ ছিলো না সংগঠনটির। এবং তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা ছিল ফৌজদারি অপরাধ।

তবে ২০২১ সালে দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করে তালেবান। এ ক্ষমতা শুধুমাত্র সরকার গঠন করাই নয়। বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘটে সম্পর্কের ইতি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গত ৯ মাসে এক আকাশ ভালোবাসা অর্জন করেছি : প্রেসসচিব
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে আগ্রহ দেখায়নি বেসরকারি চ্যানেল, দেখাবে বিটিভি
সন্ত্রাসী তালিকা থেকে তালেবানকে বাদ দিলো রাশিয়া
ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব আছে, জানালেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
ব্রাজিলের ভক্তদের ‘বানরের’ সঙ্গে তুলনা, নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টিনা
নারীরা কেন বয়সে ছোট পুরুষের সঙ্গে প্রেমে জড়াচ্ছেন?
জুলাই-মার্চ মাসে ৩০.২৫ বিলিয়ন ডলার পোশাক রফতানি করেছে বাংলাদেশ
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবুও ১০ কিলোমিটার চালিয়ে ৬০ যাত্রীকে বাঁচালেন চালক
কোলের সন্তান বিক্রি করে অলংকার, মোবাইল কিনলেন মা
চুয়াডাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে দু’জন নিহত
ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত ৩৮
হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার
গাইবান্ধায় মাদক মামলায় ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
তোপের মুখে ওয়াক্‌ফ আইন স্থগিত করল ভারতের সুপ্রিম কোর্ট
নিজেকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবিতে মামলা করলেন ফয়জুল করীম
ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিতের আহ্বান বাংলাদেশের
টাঙ্গাইলে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্র সচিব ও পরীক্ষার্থীসহ আটক ৬
৭১ এর গণহত‍্যার জন‍্য ক্ষমা ও সম্পদ ফেরত দেয়া নিয়ে আলোচনায় সম্মত পাকিস্তান