সাপ্তাহিক দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
বিদায়ী সপ্তাহে (৯-১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর কমেছে অর্ধেকেরও বেশি কোম্পানির। ২১৯টির বা ৫৬ দশমিক ২৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে গত এক সপ্তাহে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ডেলটা লাইফ ইনসুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ডেলটা লাইফ ইনসুরেন্সের দর ছিল ২১২ টাকা ৪০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৮৬ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে দর কমেছে ২৬ টাকা ১০ পয়সা বা ১২ দশমিক ২৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ডেলটা লাইফ ইনসুরেন্সের ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে কেডিএস এক্সেসরিজের ৯ দশমিক ৭৩ শতাংশ, এমারল্ড অয়েলের ৯ দশমিক ৩৪ শতাংশ, এস আলমের ৮ দশমিক ৫৫ শতাংশ, পিপলস ইনসুরেন্সের ৮ দশমিক ২১ শতাংশ, শ্যামপুর সুগারের ৮ দশমিক ১৫ শতাংশ, সী-পার্লের ৭ দশমিক ৭৮ শতাংশ, ই-জেনরেশনের ৭ দশমিক ৬৯ শতাংশ, অগ্নি সিস্টেমের ৭ দশমিক ২৩ শতাংশ ও আরএন স্পিনিংয়ের ৭ দশমিক ০৪ শতাংশ।
টিটি/