শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

সিদ্ধান্ত উপেক্ষা করে বাড়ল তেলের দাম

কথা রাখলেন না ভোজ্যতেল ব্যবসায়ীরা

কথা রাখল না ভোজ্যতেল ব্যবসায়ীরা। গত ৬ জানুয়ারি মিল মালিকরা বাণিজ্যমন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে আপতত কোনো দাম বাড়ানো হবে না বলে একমত হয়েছিলেন। কিন্তু সাত দিনের ব্যবধানে প্রতি লিটার তেলে ৮ টাকা বেড়েছে। সব তেল বাড়তি দামে বিক্রি করা হচ্ছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। আর পাইকারি ব্যবসায়ীরা বলছেন, মিল থেকে ডিও (বকেয়া হিসাবে পণ্য দেওয়া) নিচ্ছে না।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমনই চিত্র পাওয়া গেছে।

এ ব্যাপারে সরকারের সিদ্ধান্ত জানতে যোগাযোগ করা হলে বাণিজ্য মন্ত্রণালয়ের (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগ) অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান ঢাকাপ্রকাশ-কে বলেন, সরকারিভাবে কোনো ভোজ্যতেলের দাম বাড়ানো হয়নি। কাজেই তারা বেশি দাম নিতে পারে না। এমআরপি অর্থাৎ গায়ের মূল্য যা আছে সে দামেই বিক্রি করতে হবে। এর চেয়ে বেশি দামে বিক্রিও করতে পারবে না। তা করতে হলে সরকারের সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আরও বলেন, ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন থেকে প্রতি লিটারে আট টাকা দাম বাড়ানোর প্রস্তাব করা হলেও আপতত তা বাড়ছে না। বর্তমানে যে মূল্য আছে, তা-ই থাকবে বলে গত সপ্তাহে তো সিদ্ধান্ত হয়েছে। পাইকারি ব্যবসায়ীদের ডিও লেটার নিচ্ছে না মিলমালিকরা এমন প্রশ্নের ব্যাপারে অতিরিক্ত সচিব বলেন, শুক্রবার (১৪ জানুয়ারি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। বাজারের অবস্থা কি তা দেখা হবে।

রাজধানীর বিভিন্ন বাজারে বৃহম্পতিবার সরেজমিনে গেলে বিক্রেতারা জানান, হঠাৎ করে আজকে তেলের দাম বেড়ে গেছে। কারওয়ান বাজারের ইউসুফ জেনারেল স্টোরের সুজন ঢাকাপ্রকাশ-কে জানান, আগে কম দামে বিক্রি করা হলেও আজকে বেশি দামে কেনায় তীর পাঁচ লিটার তেল ৭২০ টাকা ও রূপচাঁদা ৭৩০ টাকা বিক্রি করা হচ্ছে। এর গায়ের মূল্য হচ্ছে ৭৬০ টাকা। তারা লিটারে বাড়িয়েছে আট টাকা। এটা আরও বাড়বে। এদিকে কারওয়ান বাজারের নিউ সোনারগাঁও জেনারেল স্টোরের রিপনও জানান, সপ্তাহের ব্যবধানে প্রতি লিটার বেড়েছে আট টাকা। আগে ৭২০ টাকা কেনা হলেও আজ তা ৭৬০ টাকায় কিনতে হয়েছে। পাইকারিতে বেশি দামে কিনা, তাই বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে। বেশি দাম জানতে হলে পাইকারি দোকানে যান। সেখানে কারণ জানতে পারবেন।

তার কথা আমলে নিয়ে পাইকারি ব্যবসায়ী মিলু স্টোরের বিপ্লবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকাপ্রকাশ-কে বলেন, পাঁচ লিটারে বেড়েছে ৪০ টাকা, মানে লিটারে আট টাকা। মিলমালিকরা আগে থেকে তেলের দাম বাড়ার বায়না করে আসছে। সেই সুযোগ কাজে লাগিয়েছে তারা। আজকে তারা ডিও লেটার দিচ্ছে না। আগের যা ছিলো সেই তেলের গায়ের মূল্য বাড়াতে পারেনি। কিন্তু যেহেতু তাদের সাড়া নেই, তাই বুঝা যাচ্ছে তারা দাম বাড়াবে। সরকার কঠোর না হলে তা ঠেকানো যাবে না।’

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে দেশে ভোজ্যতেল বাজারজাতকারী ব্যবসায়ীদের সমিতি ‘বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন’ কয়েক মাস ধরে তেলের দাম বাড়াতে চাচ্ছে। কোনো কোনো মাসে তিন দফা দর বাড়ানোর প্রস্তাবও দিয়েছে। তা আমলে নিয়ে গত ৬ জানুয়ারি ভোজ্যতেলের দাম নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে টিকে গ্রুপ, সিটি গ্রুপ, এস আলম গ্রুপ, মেঘনা গ্রুপসহ বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড, জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকের পর বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, দেশের বিভিন্ন রিফাইনারি প্রতিষ্ঠান পরিদর্শন করবে বাণিজ্য মন্ত্রণালয় নেতৃত্বাধীন টিম। এই টিমের সুপারিশের ভিত্তিতেই ভোজ্যতেলের অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি ঠিক করা হবে। এরপরই ভোজ্যতেলের নতুন মূল্য ঘোষণা দেয়া হবে।

জেডএ/এএস

Header Ad
Header Ad

গত ৯ মাসে এক আকাশ ভালোবাসা অর্জন করেছি : প্রেসসচিব

ছবি: সংগৃহীত

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পান শফিকুল আলম।

সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় ৯ মাসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে কী অর্জন করেছেন, তা তুলে ধরেছেন তিনি।

আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোষ্টে শফিকুল আলম লিখেছেন, ‘গত নয় মাসে আমি কী অর্জন করেছি: এক চিমটি ঘৃণা, একমুঠো অবিশ্বাস ও এক আকাশ ভালোবাসা।

Header Ad
Header Ad

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে আগ্রহ দেখায়নি বেসরকারি চ্যানেল, দেখাবে বিটিভি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ সম্প্রচারে আগ্রহ দেখায়নি দেশের কোনো বেসরকারি টিভি চ্যানেল। যার কারণে রাষ্ট্রয়াত্ত বিটিভির শরণাপন্ন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিটিভির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুরো সিরিজটি সম্প্রচারের ঘোষণা দেওয়া হয়েছে।

সবশেষ কয়েক বছরে মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে ঘরের মাঠের ম্যাচগুলো সম্প্রচার করেছে বাংলাদেশের দুটি বেসরকারি চ্যানেল টি-স্পোর্টস ও জিটিভি। তবে সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে চুক্তির মেয়াদ শেষ হয়েছে তাদের সঙ্গে।

তাই জিম্বাবুয়ে সিরিজের আগে গত ১৯ মার্চ আর্থিক প্রস্তাবনা ও এক্সপ্রেশন অব ইন্টারেস্টসহ (ইওআই) উন্মুক্ত দরপত্র আহ্বান করেছিল বিসিবি। তবে ৭ এপ্রিল দরপত্রের মেয়াদ শেষ হয়ে গেলেও আগ্রহ দেখায়নি কেউ। যার কারণে জিম্বাবুয়ে সিরিজের জন্য মিডিয়া রাইটস বিক্রি করতে পারেনি বিসিবি।

এমন অবস্থায় দুই টেস্টের সিরিজ সরাসরি সম্প্রচার করতে বাংলাদেশ টেলিভিশনের দ্বারস্থ হয়েছে বিসিবি। পুরো সিরিজই সম্প্রচার করবে বিটিভি।

সিলেটে আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৮ মে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুদল। ইতোমধ্যে সিলেট টেস্টের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। আজ (১৮ এপ্রিল) থেকে যা সংগ্রহ করা যাবে মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায়। সকাল ১০টা থেকে এখানে টিকিট বিক্রি শুরু হবে। পরদিন থেকে স্টেডিয়াম কাউন্টারেও টিকিট কাটা যাবে।

বিসিবি সিলেট স্টেডিয়ামের গ্রান্ড স্ট্যান্ডের দাম নির্ধারণ করেছে সর্বোচ্চ ৫০০ টাকা। এর অর্ধেক দামে মিলবে ক্লাব হাউজের টিকিট। ২ নম্বর গেটের পূর্বদিকের গ্যালারির টিকিটের দাম ১৫০ টাকা। শহিদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের দাম ১০০। গ্রিন হিল, শহিদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম দিক) ও ৩ নম্বর গেটের পূর্বদিকের গ্যালারির টিকিটের জন্য পরিশোধ করতে হবে ৫০ টাকা করে।

Header Ad
Header Ad

সন্ত্রাসী তালিকা থেকে তালেবানকে বাদ দিলো রাশিয়া

ছবি: সংগৃহীত

সন্ত্রাসী তালিকা থেকে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবানের নাম বাদ দিলো রাশিয়া। দুই যুগেরও বেশি সময় পর বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানান দেশটির সুপ্রিম কোর্ট। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় রীতিমতো একঘরে হয়ে থাকা তালেবানের জন্য এটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

গত বছর রাশিয়ার নতুন আইনে, কোনো সংগঠনকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয়ার এখতিয়ার আদালতকে দেয়া হয়। সম্প্রতি তালেবানের সাথে সম্পর্ক গভীর করেছে মস্কো। সংগঠনটির প্রতিনিধিরা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে একাধিকবার রাশিয়া সফর করেছে।

২০০৩ সালে তালেবানকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছিল রাশিয়া। ফলে রাশিয়ার সঙ্গে কোনও ধরনের যোগাযোগ ছিলো না সংগঠনটির। এবং তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা ছিল ফৌজদারি অপরাধ।

তবে ২০২১ সালে দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করে তালেবান। এ ক্ষমতা শুধুমাত্র সরকার গঠন করাই নয়। বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘটে সম্পর্কের ইতি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গত ৯ মাসে এক আকাশ ভালোবাসা অর্জন করেছি : প্রেসসচিব
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে আগ্রহ দেখায়নি বেসরকারি চ্যানেল, দেখাবে বিটিভি
সন্ত্রাসী তালিকা থেকে তালেবানকে বাদ দিলো রাশিয়া
ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব আছে, জানালেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
ব্রাজিলের ভক্তদের ‘বানরের’ সঙ্গে তুলনা, নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টিনা
নারীরা কেন বয়সে ছোট পুরুষের সঙ্গে প্রেমে জড়াচ্ছেন?
জুলাই-মার্চ মাসে ৩০.২৫ বিলিয়ন ডলার পোশাক রফতানি করেছে বাংলাদেশ
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবুও ১০ কিলোমিটার চালিয়ে ৬০ যাত্রীকে বাঁচালেন চালক
কোলের সন্তান বিক্রি করে অলংকার, মোবাইল কিনলেন মা
চুয়াডাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে দু’জন নিহত
ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত ৩৮
হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার
গাইবান্ধায় মাদক মামলায় ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
তোপের মুখে ওয়াক্‌ফ আইন স্থগিত করল ভারতের সুপ্রিম কোর্ট
নিজেকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবিতে মামলা করলেন ফয়জুল করীম
ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিতের আহ্বান বাংলাদেশের
টাঙ্গাইলে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্র সচিব ও পরীক্ষার্থীসহ আটক ৬
৭১ এর গণহত‍্যার জন‍্য ক্ষমা ও সম্পদ ফেরত দেয়া নিয়ে আলোচনায় সম্মত পাকিস্তান