বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে টিপু মুনশি
‘ব্যবসায়ীরা ভিয়েতনাম ছেড়ে বাংলাদেশে আসছে’

ভিয়েতনামে শ্রমিক সংকটের কারণে ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আসছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘ব্যবসার জন্য বাংলাদেশ উর্বর জায়গা। উন্নয়নে বাংলাদেশ পৃথিবীতে এক মিরাকল বা রোল মডেল।’
শনিবার (১ জানুয়ারি) মাসব্যাপী ২৬তম বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে পূর্বাচলে স্থায়ী ঠিকানায় ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টিপু মুনশি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে আমরা অনেক দুর এগিয়েছি। ২০২৬ সালে এলডিসি গ্রাজুয়েশন ও ২০৩০ সালে এসডিজির যে গোল (লক্ষ্য) অর্জনের লক্ষ্য ধরা হয়েছে, দুই বছর আগেই তা অর্জন করা সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘২০৪১ সালে বাংলদেশ উন্নত দেশ হবে। মাথাপিছু আয় দাঁড়াবে ১২ হাজার ডলার। তারই ধারাবাহিতকায় ২৬তম উন্নত দেশের কাতারে আমরা দাঁড়াব। আমরা সেভাবেই এগুচ্ছি।’
জেডএ/এসএ/
