শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪ মাঘ ১৪৩১
Dhaka Prokash

১ জানুয়ারি বাণিজ্য মেলা শুরু, নতুন ঠিকানা পূর্বাচল

পূর্বাচলে নতুন জায়গায় এবার বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে। তাতে ২২৫টি প্যাভিলিয়ন ও স্টল অংশ নিচ্ছে। আগের ঘোষণা অনুযায়ী ১লা জানুয়ারি এই মেলা শুরু হবে। সেভাবে প্রস্তুতি নিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।

শনিবার (১৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) সরেজমিনে দেখা যায়, বিশাল আকারের এই সেন্টারে পরিচ্ছন্নতা কর্মীরা ময়লা পরিস্কার করতে ব্যস্ত। ভিতরের স্টল সাজানো এখানো শুরু হয়নি। এ ব্লকে অর্থাৎ পশ্চিম দিকের বিশাল জায়গা ফাঁকা পড়ে আছে। তবে সামনের বিশাল জায়গায় ও পূর্ব দিকে আবুল খায়ের গ্রুপের প্যাভিলিয়নসহ দুই-একটা স্টল সাজানোর কাজ শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন জায়গায় মেলার আয়োজন ভালো লাগছে। তবে সেলসম্যানসহ ক্রেতা-বিক্রেতাদের রাতে নিরাপদে বাসায় ফেরায় বড় চ্যালেঞ্জ। কারণ পূর্বাচলে এখনো সেভাবে বসতি গড়ে উঠেনি। মেলায় হাজার হাজার দর্শনার্থী, ক্রেতা-বিক্রেতাদের সমাগম ঘটবে। তাদেরকে রাজধানীতে মেলার সময় শেষে বাসায় ফিরতে হবে।

নতুন জায়গায় নতুন পরিবেশে এবার বাণিজ্য মেলা হচ্ছে। অনুভূতি জানতে চাইলে জয়িতা ফাউন্ডেশনের সদস্য আরজু বেগম বলেন, ভালোই লাগছে। স্টলও বরাদ্দ পেয়েছি। কিন্তু সেলসম্যানদের থাকা ও রাতে বাসায় ফেরাটা বড়ই কঠিন হবে। এটা খুবই চ্যালেঞ্জ হয়ে যাবে।

তিনি বলেন, আমরা ২২ জন্য সদস্য একটা প্যাভিলিয়ন বরাদ্দ পেয়েছি। সেলসম্যানদের থাকার জন্য বাসা খোঁজার জন্য আজ এখানে এসে খোঁজ-খবর নিচ্ছি। কারণ এখানে তেমন বসতি নেই। আগে থেকে তাদের নিরাপত্তার ব্যাপারটা দেখতে হবে।

তবে আরজু বেগম বলেন, কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে ৪ জানুয়ারি এর উদ্বোধন করা হবে। সেভাবে স্টল সাজাতে প্রস্তুতি নিচ্ছি।

এ সময় ইপিবির নিয়োগপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী সেলিম বলেন, যারা স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ পেয়েছে তারা কাজ শুরু করে দিয়েছে। ২১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেন্টারের উদ্বোধন করেছেন। তখন থেকে মেলার জন্য অপেক্ষা করছি। বিশাল আয়তনের এই সেন্টারের ময়লা পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। সবাই প্রস্তুতি নিচ্ছে।

আড়াইহাজারের স্বপন বলেন, নতুন জায়গায় এবার মেলা হতে যাচ্ছে ভালোই লাগছে। রাজধানীর বাইরে হলেও বিভিন্নভাবে যোগাযোগের পথ রয়েছে। তাই উপস্থিত ভালো হবে বলে আশা করা যায়।

তিনি আরও বলেন, আমার ক্যান্টিনের ব্যবসা। তাই বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নের সাথে যোগাযোগ করতেই এখানে এসেছি। আশা করি আগারগাঁওয়ের মতোই জমবে মেলা। 

সার্বিক ব্যাপারে জানতে চাইলে ইপিবির পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী ঢাকাপ্রকাশকে বলেন, ‘আগামী ১ জানুয়ারি থেকে পূর্বাচলের বিবিসিএফইসিতে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। করোনার কারণে গত জানুয়ারিতে মেলা করা সম্ভব হয়নি। তবে ২০২২ সালের ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরুর অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেভাবে সিডিউল করা হয়েছে। প্রধানমন্ত্রী ১ জানুয়ারি এর উদ্বোধন করবেন। চূড়ান্ত প্রস্তুতিও নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, মেলায় ২২৫টি স্টল ও প্যাভিলিয়ন অংশ গ্রহণ করবে। এর মধ্যে ২০৩টি স্টল মূল কাঠামোর ভেতরে থাকবে। আর ২২টি প্যাভিলিয়ন থাকবে, তাদের অবস্থান হবে বাইরের খোলা জায়গায়।

উল্লেখ্য, দেশীয় পণ্যের প্রতি দেশি-বিদেশি ক্রেতা-বিক্রেতাদের আকৃষ্ট করতে রাজধানীর আগারগাঁয়ে ১৯৯৫ সাল থেকে বাণিজ্য মেলার আয়োজন করে আসছে ইপিবি। এতে দেশ-বিদেশের কয়েকশ' প্রতিষ্ঠান অংশ নিয়ে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করে থাকে। এই মেলা থেকে দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো অনেক রপ্তানি আদেশ (অর্ডার) পেয়ে থাকে। এছাড়া রাজধানীবাসীসহ দেশের বিভিন্ন জেলার নাগরিকরাও মেলায় কেনাকাটা করেন। প্রতি বছরের জানুয়ারির ১ তারিখ এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রতি বছর অস্থায়ী এ আয়োজনে অনেক অর্থ ব্যয় হয়। তাই সরকার উদ্যোগ নেয় স্থায়ীভাবে মেলার জায়গা করতে। এরই অংশ বিশেষ পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার করা হয়েছে। প্রথমবারের মতো ২৬তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে পূর্বাচলের প্রায় একশ বিঘা জমিতে। এ জমিতে এক্সিবিশন বিল্ডিংয়ের মোট জায়গা হচ্ছে ২৪ হাজার বর্গ মিটারের বেশি।

জেএ/এসআইএইচ

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্রে প্রার্থনা প্রাতরাশে যোগ দিলেন ফখরুল-খসরু-জাইমা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বামে), ব্যারিস্টার জাইমা রহমান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির ভেরিফাইড ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৭টায় দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে শুরু হয়ে এই অনুষ্ঠান ৭ ঘন্টা ধরে চলে। যেখানে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনীতিক, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়।

সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা ক্ষমতাগ্রহণের ১০০ দিনের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে প্রাতঃরাশ এবং নৈশভোজের আয়োজন করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ছাড়াও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন সিনেটর এবং কংগ্রেস সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত বিশ্ব নেতারাসহ ব্যবসায়ী ও পেশাজীবীরা।

Header Ad
Header Ad

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ শহরে বুধবার (৬ ফেব্রুয়ারি) রাতে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। শেখ হাসিনার অনলাইন ভাষণের প্রতিক্রিয়া হিসেবে এই হামলা ঘটে।

এ ছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়ি ও  ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। একইসঙ্গে এক্সকাভেটর দিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কিশোরগঞ্জ শহরের খরপট্টি এলাকায় এসব ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে অগ্নিসংযোগসহ হামলা–ভাঙচুর ও লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় বাড়ির গেট ও দরজা ভেঙে একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।

এছাড়া রাত নয়টার দিকে জেলা শহরের খড়মপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাড়িতে ভাঙচুর ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। 

এদিকে, কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়, যেটিকে গত বুধবার বিক্ষুব্ধ ছাত্র–জনতা টয়লেট ঘোষণা করেছিলেন, সেই কার্যালয় বৃহস্পতিবার রাতে এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে আগুন দেওয়া হয়। 

অন্যদিকে, কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের বিন্নাটি মোড়ে অবস্থিত শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীসহ সাত বীরশ্রেষ্ঠর ছবিসংবলিত ম্যুরালটি এক্সকাভেটর দিয়ে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।

এ ছাড়া, পাকুন্দিয়া পৌরসদর বাজারে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুরসহ বাজিতপুর পৌর সদর বাজারের সিনেমা হল মোড়ে শেখ মুজিবসহ সাবেক চার রাষ্ট্রপতির ম্যুরাল ভাঙচুর করা হয়।

রাত পৌনে ১১টার দিকে এসব বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িসহ কয়েকটি জায়গায় হামলা-ভাঙচুরের বিষয়ে জানতে পেরেছি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Header Ad
Header Ad

শিরোপা জিতলে লঞ্চে বরিশাল যাবেন তামিমরা

ছবি: সংগৃহীত

গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারও ফাইনালে জায়গা করে নিয়েছে। দলটির মালিক মো. মিজানুর রহমান আগেই ঘোষণা দিয়েছিলেন, শিরোপা জিতলে পুরো দল ও ট্রফি নিয়ে লঞ্চে করে বরিশাল যাবেন। যদিও গতবার এটি সম্ভব হয়নি, তবে এবার সেই স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা করছেন তারা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল ফাইনালে চিটাগং কিংসের মুখোমুখি হবে বরিশাল। ট্রফি জিতলে এবার লঞ্চযাত্রা নিশ্চিত করতে চান অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গতবার যেতে পারিনি, কিন্তু এবার যদি আল্লাহ আমাদের ওপর রহমত করেন, তাহলে অবশ্যই ট্রফি নিয়ে লঞ্চে করে বরিশাল যাব।”

বরিশালের সমর্থকদের উচ্ছ্বাসের কথা উল্লেখ করে তামিম বলেন, “আমরা খুবই ভাগ্যবান যে বরিশালের হয়ে খেলতে পারছি। বিপিএলে প্রতিটি দলের আলাদা সমর্থক গোষ্ঠী রয়েছে, আর বরিশাল সেই জায়গায় সফলভাবে নিজেদের জায়গা করে নিয়েছে। যেখানেই ম্যাচ হোক, বরিশালের দর্শক সবসময় আমাদের পাশে থাকে।”

শিরোপার লড়াই নিয়ে আত্মবিশ্বাসী বরিশালের অধিনায়ক বলেন, “ট্রফি এমন এক জিনিস, যারা পাঁচবার জিতেছে, তারাও আবার চায়। আমরাও চাই ছয়বার জিততে। প্রতিপক্ষও দুর্দান্ত দল, খুলনা শেষদিকে শক্তিশালী হয়েছে। ফাইনাল ম্যাচে নির্দিষ্ট দিনে সেরা পারফরম্যান্স করাই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরিকল্পনা ধরে রাখবো এবং সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো।”

তামিম নিজে চট্টগ্রামের ছেলে হওয়ায় এই ফাইনালে চট্টগ্রামের সমর্থকরা কাকে সমর্থন করবেন, তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে এ নিয়ে কোনো সংশয় নেই তামিমের, তিনি বলেন, “চট্টগ্রামের মানুষ চিটাগং কিংসকেই সমর্থন করুক, আমি ব্যাটিংয়ে নামলে হয়তো একটু চিয়ার করতে পারে।”

এবারের বিপিএল ফাইনাল নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বরিশাল কি পারবে লঞ্চভ্রমণের স্বপ্ন বাস্তবায়ন করতে, নাকি চট্টগ্রাম শিরোপা হাতছাড়া করবে-সেটি জানা যাবে শুক্রবার রাতে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রার্থনা প্রাতরাশে যোগ দিলেন ফখরুল-খসরু-জাইমা
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ
শিরোপা জিতলে লঞ্চে বরিশাল যাবেন তামিমরা
থানার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ভিডিও শেয়ার, পরবর্তীতে ডিলিট
দেশি-বিদেশি মিডিয়াসহ আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা
অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেফতার
মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ
৩২ নম্বরে হামলা-ভাঙচুর শেখ হাসিনার বক্তব্যের ক্ষোভের বহিঃপ্রকাশ: পররাষ্ট্র উপদেষ্টা
দেহটা ছাড়া কোনোকিছুই আমার ছিল না, একসময় খুনিও ভাড়া হয়েছিল: পপি
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
৩২ নম্বরে ভাঙচুরে একটি মহলের ষড়যন্ত্র থাকতে পারে: বিএনপি নেতা হাফিজ উদ্দিন
৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ: বিবৃতিতে প্রধান উপদেষ্টা
নওগাঁয় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
ভারতের মেঘালয়ে ৯ বাংলাদেশি গ্রেপ্তার, উদ্ধার ভুয়া আধার কার্ড ও মোবাইল
ধানমন্ডি ৩২ নম্বরে মিলল রহস্যময় আয়নাঘরের খোঁজ!
শিবলী রুবাইয়াতের জামিন শুনানি করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা!
প্রযুক্তির জোয়ারে ছাপা পত্রিকা ও রেডিওর জনপ্রিয়তা কমছে: বিবিএস জরিপ
‘স্যার’ সম্বোধন না করায় গলা ধাক্কা দিয়ে বের করে দেয়ার হুমকি দিলেন এসপি!
কাশ্মীর ইস্যুতে যুদ্ধের হুঁশিয়ারি, ভারতের শক্তিকে ভয় পায় না পাকিস্তান: সেনাপ্রধান আসিম মুনির
‘কাউয়া কাউয়া’ স্লোগানে নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ