ক্ষুদ্র ও কুটির শিল্পে আরও প্রণোদনা দরকার
দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প এ দেশের অর্থনীতির মেরুদণ্ড উল্লেখ করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, ‘তারা ছোট, তাদের হয়তো কমপ্লায়েন্স নাই, কারো ট্রেড লাইসেন্স নাই, কারো ব্যাংক অ্যাকাউন্ট নেই, এজন্য তারা বিভিন্ন প্রণোদনা থেকে বঞ্চিত। কিন্তু অর্থনীতির স্বার্থে তাদের আরও বেশি প্রণোদনা দেওয়া দরকার।’
বৃহস্পতিবার (৩১ মার্চ) ঢাকা চেম্বারের উদ্যোগে ২০২২-২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় ব্যবসায়ীদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
শফিউল ইসলাম মহিউদ্দিন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সমালোচনা করে বলেন, এনবিআর ও অর্থ মন্ত্রণালয় থেকে, গুটিকয়েক চোরের কারণে সব ব্যবসায়ীকে চোর হিসেবে দেখা হয়। তাদের নানাভাবে করা হয় হয়রানি। সরকারি সংস্থাগুলোকে বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে। যিনি করের হার ঠিক করবেন, তিনি কর তুলবেন এটা কীভাবে হয়। কর নির্ধারণ ও আদায়ে আলাদা সংস্থা থাকা উচিত। ট্যারিফ কমিশন বা অন্য কোনো সংস্থা এটা করতে পারে।
উন্নয়ন কাজে মানুষের ভোগান্তির ব্যাপারে তিনি বলেন, অদক্ষতার কারণে অনেক প্রকল্পের ব্যয় ও সময় বেড়ে যাচ্ছে। এ বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত (সড়ক) মানুষকে দুর্ভোগ দিচ্ছে। এটা নয় বছর ধরে চলছে। মানুষকে সীমাহীন কষ্ট দিচ্ছে। এজন্য যারা দায়ী, তাদের অবশ্যই শাস্তি দেওয়া উচিত।
ব্যবসায়ী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, ‘ব্যবসায়ীদের সহজে ব্যবসা করার সুযোগ দিতে হবে। বছরে ৩৫-৫০ লাখ মানুষ কর্মসংস্থানের জন্য যুক্ত হচ্ছে। এদেশে প্রচুর উদ্যোক্তা তৈরি করতে ব্যবসার পরিবেশ আরও সহজ হতে হবে। ব্যবসা সহজ হলে দেশে আরও বেশি বিদেশি বিনিয়োগ আসবে। জার্মানি, আমেরিকার মতো দেশের অর্থনীতিরও মেরুদণ্ড এসএমই খাত। এজন্য ক্ষুদ্র ও কুটির শিল্পকে বিশেষ নজর দিতে হবে।
এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘ব্যবসা-বাণিজ্যের পথ আরও সহজ করা উচিত। এমন অনেক কিছুই আছে, যা তাৎক্ষণিকভাবে সমাধান করা যায়।’
জেডএ/