মতিঝিল-কমলাপুর মেট্রোরেলে জাইকার শেষ কিস্তি ১৩৫০ কোটি টাকা
মেট্রোরেল-৬ এর কাজ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত শেষ করতে জাইকা শেষ কিস্তি দিচ্ছে। এজন্য মঙ্গলবার (২৯ মার্চ) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে ১৮ হাজার ২৮৫ জাপানি ইয়েন (১৫৮ মিলিয়ন ডলার) বা ১৩৫০ কোটি ৩৯ লাখ টাকার ঋণ চুক্তি করেছে জাইকা।
১০ বছরের গ্রেস পিরিয়ডসহ এই ঋণের মেয়াদ হচ্ছে ৩০ বছর। রাজধানীর শের-ই-বাংলা নগরে এনইসি-২ এর সম্মেলন কক্ষে এ ঋণচুক্তিতে সই করেন ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন ও জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টিটিভ ইহু হাইয়াকাওয়া।
অনুষ্ঠানে জানানো হয়েছে, উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল-০৬ এর অগ্রগতি হয়েছে ৭৬ শতাংশ। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাস্তবায়ন হয়েছে ৯০ শতাংশ। সব মিলে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা। এরমধ্যে সরকারের অর্থ হচ্ছে ৫ হাজার ৩৯০ কোটি টাকা। বাকি ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা জাইকার ঋণ। এই ঋণের জন্য ইতোপূর্বে চারটি কিস্তিতে ২ লাখ ৩৭ হাজার ৫১৩ জাপানি ইয়েনের ঋণ চুক্তি হয়েছে। অবশেষে মঙ্গলবার পঞ্চম ও শেষ কিস্তির ঋণচুক্তি হলো। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের সীমানা বাড়াতে প্রকল্প সংশোধন হবে। বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত।
উল্লেখ্য, মেট্রোরেল-৬ প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি কোম্পানি। প্রায় ২০ কিলোমিটার মেট্রোরেলের পুরোটাই হচ্ছে উড়ালপথে। এই পথে স্টেশন থাকছে মোট ১৬টি ।
স্টেশনের স্থানগুলো হচ্ছে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল। এরমধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আগামী ডিসেম্বরে যাত্রীদের চলাচলের জন্য খুলে দেওয়া হবে মেট্রোরেল।
জেডএ/এমএমএ/