টিসিবির জন্য কেনা হবে পৌনে ২ কোটি লিটার সয়াবিন তেল
এরার রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে তেল, চিনি, ছোলা ও মসুর ডাল এই চারটি পণ্য কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে এক কোটি ৭১ লাখ ১৫ হাজার ৬৫২ লিটার সয়াবিন তেল কেনা হবে। এছাড়া ১৪ হাজার টন চিনি, ১০ হাজার টন ছোলা এবং ১৯ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ৬৯১ কোটি টাকা।
বৃহস্পতিবার (১০ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, “টিসিবি আমাদের অর্থনীতির একটি ব্যাকবোন (মেরুদণ্ড)। পণ্যের উৎপাদন যেমন দরকার, তেমনিভাবে সময়মতো ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে দিতে হয়। সরকারি এ সংস্থার মাধ্যমে আরও বেশি মানুষকে সুবিধা দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে টিসিবিকে নিয়ে যাওয়া হবে। এবার রোজায় এক কোটি পরিবারের কাছে টিসিবির পণ্য পৌঁছে দেওযা হবে।’
বৈঠক শেষে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী জানান, ‘মেঘনা সুগার রিফাইনারি থেকে সাত হাজার টন চিনি এবং একই দামে সিটি সুগার ইন্ড্রাস্ট্রিজ থেকে সমপরিমাণ চিনি কেনার অনুমোদন হয়। এই দুইটি প্রতিষ্টান থেকে মোট ১৪ হাজার টন চিনির ক্রয়াদেশে অনুমোদন দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ভ্যাট এবং ট্যাক্সসহ প্রতিকেজির দাম পড়ছে ৭৯ টাকা।
তিনি আরও বলেন, ‘ টিসিবির জন্য ছোলা কেনা হচ্ছে ১০ হাজার টন। সেনা কল্যাণ সংস্থা, ব্লু স্কাই এন্টারপ্রাইজ ও রুবি ফুড প্রডাক্ট পণ্যগুলো সরবরাহ করবে। এতে প্রতিকেজি ছোলার দাম পড়ে ৮১ দশমিক ৪০ টাকা। মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১৯ হাজার ৫০০ টন মশুর ডাল কেনারও অনুমোদন দেওয়া হয়। এতে প্রতিকেজির দাম পড়ছে ১০৮ টাকা ৫০ পয়সা। আর প্রতিলিটার ১৬৮ টাকা দরে এক কোটি ৭১ লাখ ১৫ হাজার ৬৫২ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।’
জেডএ/