‘২৭ হাজার কোটি টাকার ঋণে আছে বিপিসি’
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এখনো ২৭ হাজার কোটি টাকা ঋণে আছে বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান এ বি এম আজাদ।
শনিবার (১৩ আগস্ট) রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে এডিটরস গিল্ড বাংলাদেশের আয়োজনে ‘বিশ্ব জ্বালানি সংকট ও বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা জানান তিনি।
এ বি এম আজাদ বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরে পেট্রল ও অকটেনে লাভ হলেও ডিজেলে লোকসান হচ্ছে। তেল বিক্রি করে ৫৩ হাজার কোটি টাকা লোকসান হয়েছে বিপিসির। এর মধ্যে ৮-১০ হাজার কোটি টাকা সরকারকে ফেরত দেওয়া হয়েছে।
জ্বালানি তেল আমদানিতে ট্যাক্স কমানো বা মওকুফের বিষয়ে বিপিসি চেয়ারম্যান বলেন, এটি সরকারি নীতিমালা অনুযায়ী হয়। এটি অনুসরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। সরকার রাজনৈতিক অবস্থান থেকে যে সিদ্ধান্তই দিক আমরা বাস্তবায়ন করব।
সংগঠনটির সভাপতি মোজাম্মেল বাবুর সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও সাবেক বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান ড. হোসেন মনসুর, অর্থনীতিবিদ ও পিআরআইয়ের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, ভূতত্ত্ববিদ অধ্যাপক ড. বদরুল ইমাম, জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইজাজ হোসেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, পাওয়ার অ্যান্ড এনার্জির সম্পাদক মোল্লা এম আমজাদ হোসেন ও জ্বালানি বিশেষজ্ঞ খন্দকার আব্দুস সালেক।
আরইউ/এসজি/