রামপুরায় ভেজাল মদ-কারখানার মালিকসহ গ্রেপ্তার ৩
রাজধানীর রামপুরায় ভেজাল মদ ও মদ তৈরির উপকরণসহ কারখানার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (৩ মার্চ) ঢাকার স্টক এক্সচেঞ্জ অফিসের সামনে ও রামপুরায় অভিযান চালিয়ে ভেজাল মদ-কারখানার মালিকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ডিএনসি।
গ্রেপ্তারকৃতরা হলেন–কাজী আশরাফুজ্জামান ওরফে মোশারফ (৩৫), মো. আবুল খায়ের চৌধুরী (৬৯) ও মো. হায়দার ভূঁইয়া (৩৬)।
শুক্রবার (৪ মার্চ) তেজগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (উত্তর) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান।
মো. রাশেদুজ্জামান জানান, গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে ‘ব্ল্যাক লেবেল’ নামের নকল বিদেশি মদ ১০ বোতল, যার পরিমাণ ১০ লিটার; ‘নিমিয়রোপ’ নামের নকল ভদকা ৫ বোতল, যার পরিমাণ ৫ লিটার; ‘কেরুস ফাইন ব্র্যান্ডি’ নকল মদ ৮ বোতল, যার পরিমাণ ৭৫০ এমএল করে মোট ৬ লিটার; নকল বিলাতী মদ তৈরির উপকরণ ইথানল ২০ লিটার; ৪০০ গ্রাম এসেন্স; ৪৫০ গ্রাম চারকল পাউডার, একটি মদ বোলিং করার পাইপ; একটি অ্যালকোহল মিটার; ৮০টি বিদেশি মদের লেবেল; ৮০টি মদের কর্ক; ৩০টি মদের খালি বোতল এবং একটি স্টিলের চোঙ্গা বাজেয়াপ্ত করা হয়েছে। সর্বমোট ২৩ বোতল বিলাতী মদ উদ্ধার করা হয়, যার পরিমান ২১ লিটার। সেই সঙ্গে ২০ লিটার ইথানলসহ ৪১ লিটার আইস ও ইয়াবা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে, একটি চক্র বাজারে নকল মদ সরবরাহ করে মানুষকে মৃত্যু ঝুঁকিতে ফেলছে। বিভিন্ন সময় বিভিন্ন পত্র পত্রিকায় এ সংক্রান্ত তথ্য আমাদের দৃষ্টিগোচর হয়।’
রাশেদুজ্জামান আরও বলেন, ‘ভেজাল মদ তৈরির চক্রটিকে আইনের আওতায় আনার জন্য আমরা গোয়েন্দা তৎপরতা জোরদার করি। গত ৩১ ডিসেম্বর আমরা বিপুল পরিমান ভেজাল মদ আটক করতে সক্ষম হই।’
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
কেএম/এসএ/