খিলক্ষেতে মানবপাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
রাজধানীর খিলক্ষেত থেকে মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
বুধবার (২ মার্চ) রাতে খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৩ মার্চ) র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, ভাগিনা ট্রাভেলসের অফিসে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য রাজু আহমেদ রাজ্জাক, মো. আমিনুল ইসলাম ও মাতবর আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছয়টি পাসপোর্ট, একটি সিপিইউ, একটি মনিটর, একটি কি-বোর্ড, একটি মাউস, তিনটি এটিএম কার্ড, একটি চেক বই, দুটি পুলিশ ক্লিয়ারেন্স, একটি ডায়েরি এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য। আসামি রাজু আহমেদ রাজ্জাক 'মামা ভাগিনা ট্রাভেলস'র মালিক। তারা দীর্ঘদিন ধরে মামা ভাগিনা ট্রাভেলস পরিচালনা করে লোকজনের কাছ থেকে পাসপোর্টসহ বিভিন্ন ডকুমেন্ট নিয়ে ট্রাভেলসের মাধ্যমে প্রসেসিং করে অবৈধভাবে লিবিয়া হয়ে ইতালি, দুবাই, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠায়।
তিনি বলেন, এ ছাড়া তারা বিদেশে পাঠানোর কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে বিভিন্ন সমস্যা দেখিয়ে সেগুলো আত্মসাৎ করেছে।
কেএম/এসএন